টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


অনুরাগীর উপর চটলেন কিয়ারা?


বলিউডের অন্যতম জনপ্রিয় ও মিষ্টি স্বভাবের অভিনেত্রী হিসেবেই পরিচিত কিয়ারা আদবানি। কিন্তু সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের করা একটি দাবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তাঁর অভিযোগ, মাঝ আকাশে বিমানে বসার জায়গা নিয়ে ওই ব্যক্তির মায়ের সঙ্গে অত্যন্ত রুক্ষ এবং অসংবেদনশীল আচরণ করেছেন অভিনেত্রী। একটি ভাইরাল পোস্টে ওই ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, সম্প্রতি একটি বিমানযাত্রার সময় ভুলবশত তাঁর মা কিয়ারা আদভানির সিটে বসে পড়েছিলেন। বিষয়টি খেয়াল করার পর তাঁর মা দ্রুত ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেন। কিন্তু অভিযোগকারীর দাবি অনুযায়ী, কিয়ারা বিষয়টি সহজভাবে নেননি। বরং তিনি নাকি ওই বয়স্ক মহিলার ওপর যথেষ্ট বিরক্ত হন এবং তাঁর সঙ্গে বেশ রূঢ় ভাষায় কথা বলেন। ওই ব্যক্তির মতে, একজন অভিনেত্রী হিসেবে কিয়ারা আরও একটু ধৈর্য ও ভদ্রতা দেখাতে পারতেন। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কিয়ারার অনুরাগীদের একাংশ এই দাবি মানতে নারাজ। তাঁদের মতে, পর্দার বাইরের কিয়ারা অত্যন্ত বিনয়ী এবং কোনও চাক্ষুষ প্রমাণ বা ভিডিও ছাড়া এমন অভিযোগ ভিত্তিহীন। 


অমিতাভের অন্দরমহলের নিয়মাবলী 


বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চনকে নিয়ে অনুরাগীদের মনে কৌতূহলের শেষ নেই।‌ পর্দার বাইরের 'বিগ বি'-র জীবন কেমন? জানতে আগ্রহী অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সহ-অভিনেতা রাজা বুন্দেলা ফাঁস করলেন অমিতাভ বচ্চনের জীবনের কিছু অজানা দিক। রাজা বুন্দেলার কথায়, অমিতাভ বচ্চন তাঁর পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে এক লক্ষ্মণরেখা টেনে রেখেছেন। অভিনেতা জানান, রাত ৮টার পর বিনোদন জগতের কাউকেই নিজের বাড়িতে ঢুকতে দেন না 'বিগ-বি'। পরিবারের জন্য এই নির্দিষ্ট সময়টুকু তিনি পুরোপুরি তুলে রাখেন। বুন্দেলা বলেন, “আমি যতদূর জানি, অমিতাভজি তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে খুব পছন্দ করেন। রাত ৮টার পর তাঁর বাড়ির দরজা ইন্ডাস্ট্রির লোকেদের জন্য বন্ধ হয়ে যায়। তিনি অন্য কোনও কাজে সময় নষ্ট না করে বরং পরিবারের সঙ্গেই সেই সময়টা কাটাতে ভালবাসেন।”


চটলেন বিপাশা 

 

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের একমাত্র সন্তান দেবীকে নিয়ে সব সময়ই খুব সচেতন। মা হওয়ার পর থেকেই মেয়ের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করেন বিপাশা। তবে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় মেয়েকে নিয়ে মেজাজ হারান অভিনেত্রী। আসল ঘটনাটি ঘটে যখন বিপাশা তাঁর ছোট্ট মেয়ে দেবীকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন। সেখানে আগে থেকেই ভিড় করে ছিলেন পাপারাজ্জিরা। বিপাশাকে দেখা মাত্রই তাঁরা ক্যামেরার ফ্ল্যাশ জ্বালাতে শুরু করেন এবং খুদে দেবীর ছবি তোলার চেষ্টা করেন। ঠিক এই সময়েই মেজাজ হারান ‘জিসম’ অভিনেত্রী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পাপারাৎজিদের দেখে বিরক্ত হয়ে বিপাশা সঙ্গে সঙ্গে হাত দিয়ে মেয়ের মুখ আড়াল করে ফেলেন। বলেন, 'কে তোমরা?' বারবার অনুরোধ করা সত্ত্বেও যখন ক্যামেরা থামছিল না, তখন কিছুটা ক্ষুব্ধ হয়েই সেখান থেকে দ্রুত সরে যান অভিনেত্রী।