স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'-এর জনপ্রিয়তা প্রচুর। এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। তাই টিআরপিতেও প্রতি সপ্তাহে দারুণ ফল করতে দেখা যায় এই মেগাকে। বাংলায় এর জনপ্রিয়তা দেখে এবার আসছে এই ধারাবাহিকের হিন্দি রিমেক। 


স্টার প্লাসে আসছে 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম'। ব্লু প্রোডাকশনসের ব্যানারে তৈরি এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভাট এবং সঙ্গে রয়েছেন শাম্ভবী সিং। দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার স্লটে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। সম্প্রতি মুক্তি পাওয়া এই শো-টির প্রথম ঝলক ইতিমধ্যে দর্শকের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

 


বাংলার পরশুরামে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহাকে। গল্পের খলনায়কদের চরিত্রে রয়েছেন অনেকেই। তবে খলনায়িকা 'শীতল'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদারকে। এবার খবর, হিন্দি রিমেকে এই চরিত্রে থাকতে পারেন এক বাঙালি নায়িকা। জানা যাচ্ছে, 'শীতল'-এর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী রোশনী ভট্টাচার্যকে। রোশনী ছোটপর্দার পরিচিত মুখ। দর্শকের কাছে তিনি ইতিবাচক ও নেতিবাচক দুই চরিত্রের জন্যই জনপ্রিয়। 

">

 

প্রসঙ্গত, পরশুরামের গল্পে রোজই নানা চমক অপেক্ষা করে দর্শকের জন্য। গল্পের মোড়ে পরশুরামের আসল পরিচয় খুঁজে বেড়ায় কর্ণ চ্যাটার্জি। অন্যদিকে, স্ত্রী তটিনী সাধারণ গৃহবধু নাকি অন্য কেউ, তা জানার চেষ্টায় পরশুরাম। পরিবারের সুরক্ষা তার কাছে সবার আগে। তাই নিজে বিপদে পড়লেও চেষ্টা করে পরিবারের কোনও সদস্যের গায়ে যেন আঁচ না লাগে। কিন্তু বারবার নানা বিপদের সম্মুখীন হয় পরশুরাম, তটিনী আর তাদের দুই সন্তান। আগামীতে কী হতে চলেছে এই ধারাবাহিকে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন দর্শক। এখন হিন্দি রিমেকও বাংলার মতোই জনপ্রিয়তা পায় কিনা, সেটাই দেখার।