আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিনই বেড়ে চলেছে সাইবার ক্রাইম। বিশ্বের প্রতিটি প্রান্তেই বাড়ছে অপরাধীর সংখ্যা। আর এবার এই অপরাধকে রুখতে একযোগে কাজ করবে এফবিআই এবং সিবিআই। সিবিআইয়ের এক কর্তা জানিয়েছেন, শুধু সাইবার ক্রাইম নয়, অন্য সব ধরণের অপরাধকে রুখতে এই দুই টিম একসঙ্গে কাজ করবে। এফবিআইয়ের একটি দল সিবিআই দপ্তরে যান। সেখানেই দুই দলের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। অপরাধীরা যাতে ছাড় না পায় সেদিকে নজর রাখতে দুই দলই। সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করতে দুই দলের কর্তাই জানান প্রযুক্তি যত উন্নতির দিকে গিয়েছে ততই অপরাধীরা নিজেদের মত করে তা ব্যবহার করেছে। এর পাশাপাশি সন্ত্রাসদমন, নেশার রমরমা বাজার নিয়েই দুই দলের মধ্যে কথা হয়। এমনকি দুই দেশের মধ্যে যাবতীয় ঘটে চলা অপরাধ নিয়েও এবার থেকে আলোচনা করা হবে।
