আজকাল ওয়েবডেস্ক:‌ ‘‌গ্রেটেস্ট অফ অল টাইম’‌। কখনও পেলে ও মারাদোনার মধ্যে তুলনা হয়েছে। তো কখনও হয়েছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। আর মেসি ও রোনাল্ডো বরাবরই একে অপরের প্রশংসা করে গেছেন। দুই ক্রিকেটারই এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন।


দুই ফুটবলারকে নিয়েই কমবেশি তরজা হয়েছে ভক্তদের মধ্যে। কে সেরা?‌ আর দুই তারকাই একে অপরকে প্রশংসা করে গেছেন। অবশেষে সিআরসেভেন জানান, ভক্তদের কাছে মেসিই এগিয়ে। তবে ভক্তরা মেসিকে এগিয়ে রাখলেও এটা নিয়ে কোনও রাগ নেই রোনাল্ডোর মধ্যে। রোনাল্ডোর কথায়, ‘‌মনে হয় আমিই সবচেয়ে কমপ্লিট ফুটবলার। তবে ভক্তরা মেসিকে বেশি পছন্দ করেন। ঠিক যেমনটি করেন মারাদোনা বা পেলেকে। তাদের আমিও সম্মান করি।’‌ এরপরই রোনাল্ডোর সংযোজন, ‘‌ফুটবল ইতিহাসে সেরা ফুটবলার আমিই। হৃদয় থেকে বলছি আমার থেকে সেরা কাউকে দেখিনি।’‌ 


১৫ বছর ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে চলেছেন মেসি ও রোনাল্ডো। এই সময়ের মধ্যে দু’‌জনের মধ্যে সম্পর্ক খারাপ হয়নি বলে দাবি রোনাল্ডোর। বলেছেন, ‘‌মেসির সঙ্গে কখনও সম্পর্ক খারাপ হয়নি। মেসি নিজের দলকে চ্যাম্পিয়ন করেছে। আমিও তাই। দেশের হয়েও একই কাজ করেছি দু’‌জনে। বছরের পর বছর ধরে শুধু দু’‌জনে খেলে গিয়েছি। কখনও সাফল্য পেয়েছি। কখনও ব্যর্থতা সঙ্গী হয়েছে।’‌ 


তবে কমপ্লিট ফুটবলার হিসেবে নিজেকেই এগিয়ে রেখেছেন রোনাল্ডো।