আজকাল ওয়েবডেস্ক: কখনও কোলে বসছেন, কখনও গালে চুমু। একনজরে দেখলে মনে হচ্ছে, এক যুগল যেন প্রেমে মত্ত। রোমান্টিক মুহূর্তের ছবি, ভিডিও ভাগ করে নিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু যুবতী আসল সত্যিটা ফাঁস করতেই, রীতিমতো ধন্দে নেটিজেনরা। যুবতী ওই কিশোরের মা না প্রেমিকা, কেউই সঠিক আন্দাজ করতে পারছেন না। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক যুবতী ও কিশোরের একাধিক ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কখনও কিশোরের পায়ের কাছে বসে রয়েছেন যুবতী। কখনও যুবতীর কোলে বসে আছে কিশোর। যুবতীর কোলে বসতেই তাঁকে জড়িয়ে ধরে কিশোর। কখনও আবার গালে গভীর চুম্বন। দেখলে মনে হবে, একে অপরের প্রেমে মত্ত তাঁরা। 

নেটিজেনরা একাধিক ভিডিওতে জানতে চান তাঁদের আসল সম্পর্ক কী। তখনই যুবতী জানান, তিনি কিশোরের মা। কম বয়সেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আসলে যুবতীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান নেটিজেনরা। অন্যদিকে কিশোরের ভারী চেহারার কারণে, তাকে বয়স্ক দেখায়। দেখলে মনে হবে, যুবতীর সমবয়সি যেন। যুবতী জানিয়েছেন, সন্তানের জন্ম দেওয়ার পর চেহারা মেন্টেন করেছেন তিনি। বাড়তি ওজন কমিয়ে ছিপছিপে হয়ে যান। নিয়মিত ত্বকের চর্চাও করেন। ফলে চেহারাতেও বয়সের ছাপ পড়েনি।