আজকাল ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। এবার মালগাড়ি। উত্তরপ্রদেশে ফতেপুরে দু’টি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হল বেশ কয়েকটি ওয়াগন। দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়ির চালক এবং সহ–চালকের অবস্থা সঙ্কটজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ সিগন্যাল না পেয়ে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। ওই লাইনেই চলে আসে আরও একটি মালগাড়ি। দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে সেটি। এরপর দু’টি মালগাড়িরই বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে ফতেপুরের ডেডিকেটেড ফ্রেট করিডরে (ডিএফসি)। ওই লাইন ধরে শুধু মালগাড়িই যাতায়াত করে। আর তাই দুর্ঘটনার ফলে যাত্রিবাহী ট্রেন চলাচলের উপর কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল।
দুর্ঘটনাটি কানপুর এবং ফতেপুরের মাঝে পাম্ভীপুরের কাছে হয়েছে। রেল সূত্রে খবর, সিগন্যালে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারায় অন্য মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়। বেশ কয়েকটি ওয়াগনও লাইনচ্যুত হয়েছে। সেগুলি সরিয়ে লাইন পরিষ্কারের কাজ চলছে। ঘটনাস্থলে গিয়েছেন রেলের শীর্ষ কর্তারা। দু’টি মালগাড়ির আহত চালক এবং সহ–চালকরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
