আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার অরিজিনালস ফ্র্যাঞ্চাইজির ৪৯% শেয়ার কিনলেন আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান এবং লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এমনটাই খবর সূত্রে। জানা গিয়েছে, শেয়ার কেনার দৌড়ে ছিল এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি সহ একাধিক কোম্পানি। তবে সকলকে টেক্কা দিয়ে আরপিএসজি গ্রুপের কাছেই এসেছে সেই শেয়ার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রতিটি দলের ৪৯% শেয়ার বিক্রি করছে। জানা গিয়েছে, এই শেয়ারের বাকি ৫১% শেয়ার থাকবে হোস্ট কাউন্টির কাছেই। সেটা তারা ধরে রাখবে নাকি পরবর্তীকালে নিয়ন্ত্রণ ধরে রাখবে বিক্রি করে দেবে সেটা নির্ভর করছে তাদের ওপরেই। টুর্নামেন্টের রাশ থাকছে ইসিবির হাতেই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের লক্ষ্য দেশের ক্রিকেটে বিনিয়োগকারীদের আকর্ষণ করে অর্থ সংগ্রহ করা।

 

‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বর্তমানে অংশ নিয়ে থাকে মোট আটটি দল। সেগুলি হল, বার্মিংহাম ফিনিক্স, লন্ডন স্পিরিট, ম্যাঞ্চেস্টার অরিজিনালস, নর্দার্ন সুপারচার্জার্স, ওভাল ইনভিন্সিবলস, সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস এবং ওয়েলস ফায়ার। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভাল ইনভিন্সিবলসে ৪৯% শেয়ার কিনেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় ল্যাঙ্কাশায়ারের ৫১% শেয়ার রয়েছে। বাকি ৪৯% শেয়ারের জন্য আইপিএলের কোনও দলের মালিকই খুঁজছিল তাঁরা। সোমবার আরপিএসজি গ্রুপের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে ল্যাঙ্কাশায়ারের। বর্তমানে আরপিএসজি গ্রুপ ৫৩ মিলিয়ন পাউন্ডে ৪৯% শেয়ারের অধিকারী। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মোট বাজারমূল্য বর্তমানে ১০৭ মিলিয়ন পাউন্ড।

 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই শেয়ার কেনার জন্য সঞ্জীব গোয়েঙ্কা মোট তিন ঘণ্টার নিলামে অংশগ্রহণ করেছিলেন। ক্রিকেটের মধ্যে আইপিএলে লখনউ সুপারজায়ান্ট, সাউথ আফ্রিকার ডারবান সুপার জায়ান্টসের পর ইংল্যান্ডের এই টুর্নামেন্টে ম্যাঞ্চেস্টার অরিজিনালসের শেয়ার এল তাঁর হাতে। ফুটবলে মোহনবাগান সুপারজায়ান্টের চেয়ারম্যান তিনি। আরপিএসজি গ্রুপ রিলায়েন্সের পর দ্বিতীয় আইপিএল মালিক হিসেবে ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের একটি দলের শেয়ারের অধিকারী হল। এর পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের মালিক সান গ্রুপ, নর্দার্ন সুপারচার্জার্স এবং ট্রেন্ট রকেটসের শেয়ার কিনতে আগ্রহী বলে সূত্রের খবর।