আজকাল ওয়েবডেস্ক:‌ শিয়ালদহে লোকাল ট্রেন থেকে উদ্ধার হল ছয়টি বিষাক্ত সাপ। বজবজ লোকাল ট্রেনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ স্টেশনে।
জানা গেছে, রবিবার ঘটনাটি ঘটে বজবজ লোকালে। যাত্রীদের অভিযোগ পেয়ে আরপিএফ জওয়ানরা ট্রেনে ওঠেন। তাঁরা সিটের নিচে রাখা নীল ব‌্যাগের ভিতর থেকে হিস্ হিস্ শব্দ শুনতে পান। নীল ব‌্যাগের মধ্যে ছটি বাঁশের বাক্স মেলে। তার মধ্যে ছিল বিষধর সাপ। তা সরিয়ে নিয়ে যান আরপিএফ কর্মীরা। খবর পেয়ে রবিবার রাতেই শিয়ালদহ স্টেশনে আসেন বনদপ্তরের কর্মীরা। বাক্স খুলতে দেখা যায় পাঁচটি বাক্সে গোখরো সাপ রয়েছে। আর একটিতে রয়েছে কুকুরি প্রজাতির একটি বড় সাপ। সূত্রের খবর, সাপগুলো সম্ভবত সুন্দরবন থেকে পাচার করা হচ্ছিল। পাচারকারীদের খোঁজে তল্লাশি চলছে।