আজকাল ওয়েবডেস্ক: একসময় তাঁর ছিল না কিছুই। কিন্তু এখন তিনি কোটিপতি। কীভাবে মিলল এই সাফল্য সেই নিয়েই এই কাহিনী।
ভদ্রলোকের নাম অনিল আগরওয়াল। তিনি বেদান্ত গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানও বটে। তিনি নিজের সাফল্যের সিঁড়ি ছোঁয়ার কাহিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, প্রথম বাড়ি কিনেছিলেন মুম্বইতে। তখন তাঁর একাউন্টে মাত্র ছিল ৭৫ হাজার টাকা। তিনি জানিয়েছেন, প্রথম যখন মুম্বইয়ে আসেন তখন কটন এক্সচেঞ্জের কাছে থাকতেন। সেখানেই ছোট্ট একটা অফিস ছিল। সেখান থেকেই তাঁর স্বপ্ন ডানা মেলতে শুরু করে। তিনি সেসব দিনের কাহিনি বলতে গিয়ে জানিয়েছেন, ইচ্ছে ছিল নিজের একটা ফ্ল্যাট কিনবেন। অনেক পরিশ্রমের পরে অবশেষে তিনি নিজের ফ্ল্যাট কেনার কথা ভাবতে সাহস করেন। স্বপ্ন দেখলেও ব্যাঙ্কে ছিল মাত্র ৭৫ হাজার টাকা।
কিন্তু তাঁর শহরের মানুষজন তাঁকে কীভাবে শহরতলিতে ফ্ল্যাট কেনা যায় সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। তাঁরা সেসময় পাশে ছিলেন কত অল্প টাকায় প্রচুর সম্পত্তি কেনা যায় সে বিষয়ে। তবে তাঁর উচ্চ আকাঙ্ক্ষা ছিল। তিনি চেয়েছিলেন, নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে। তাই জন্য প্রথমে তিনি ওই ফ্ল্যাট কিনলেও পরবর্তীতে মালাবার হিলে ফ্ল্যাট কিনতে চেয়েছিলেন। তিনি জানিয়েছেন, প্রথম ফ্ল্যাটটি ছিল মাত্র ৩৩০ বর্গফুটের। কিন্তু সেসময় সেটিই ছিল তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা।
এরপর তিনি আরও জানান, জীবন তাঁকে শিখিয়েছে সবসময় বড় স্বপ্ন দেখা উচিত। একই সঙ্গে নিজের প্রতি বিশ্বাস রাখা উচিত। আজ তিনি রাজার রাজা। তাঁর এই পোস্ট ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে প্রশংসা। এই গল্প অত্যন্ত প্রশংসার। এবং মানুষকে সাফল্যের দিকে পৌঁছতে সাহায্য করবে। কেউ আবার এমনও বলেছেন, এই কাহিনি নিয়ে হয়ে যেতে পারে ছবি এমনকি বই লেখাও।
