আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে সংসদে বাজেট সভার সূচনা করবেন। বাজেট অধিবেশনে ওয়াকফ বিল, ও ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের সংশোধনী এবং ভারতীয় রেলওয়ে এবং ভারতীয় রেলওয়ে বোর্ড আইনের একীভূতকরণ-সহ ১৬টি বিল সংসদের বাজেট অধিবেশনে পেশ করা হবে। ওয়াকফ বিলের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই মহাকুম্ভেও বিপর্যয় ঘটে গিয়েছে। ফলে শুরু থেকে সরকার পক্ষকে চাপে ফেলতে কোমর বাঁধছে কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলি।

বিতর্কিত ওয়াকফ বিল উত্থাপনের সঙ্গে সঙ্গেই মুখর বিরোধীরা। সংসদীয় কমিটির অধিকাংশ বিরোধী সাংসদের মতামত অগ্রাহ্য করে চেয়ারম্যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিল সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছেন। এবার সেটি সংসদে ফের পেশ করে সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পাশ করিয়ে নিতে চাইবে বলে মনে করছেন বিরোধী শিবিরের নেতারা। ওই বিল পাশ হওয়া আটকাতে বিরোধীরা প্রতিবাদে শামিল হওয়ার কথা বললেন, ঐক্যবন্ধ কর্মসূচি নেওয়া হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এছাড়াও পেশ হতে চলা অর্থ বিলও বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নতুন প্রত্যক্ষ কর কোডের আলোচনা। এর ফলে ১৯৬১ সালের বিদ্যমান আয়কর আইন সম্পূর্ণরূপে পুনর্গঠন করা হবে। ব্যাঙ্কিং আইনগুলিতেও সংশোধনী রয়েছে, কেন্দ্রের দাবি এই সংশোধন ব্যাঙ্কিং ব্যবস্থাকে শক্তিশালী করবে ও গ্রাহকদের সুবিধা বৃদ্ধি করবে।