আজকাল ওয়েবডেস্ক: ঘরে ঢুকে প্রতিবেশি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ দুই সন্তানেই সামনেই মহিলাকে জোর করে ধর্ষণের পর তাঁর মুখে ও শরীরে অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত। মহিলার অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।
অসমের কাছার জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গত ২২ জানুয়ারি ঘটনাটি ঘটে। বছর তিরিশের ওই মহিলা তাঁর দুই সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। কোনও কারণে প্রতিবেশী যুবকের সঙ্গে বচসা শুরু হয়।
ঝামেলার মাঝেই অভিযুক্ত যুবক জোর করে মহিলার ঘরে ঢুকে আসে এবং নৃশংস অত্যাচার চালায়। মহিলার স্বামী বিকেলে ফিরে এসে দেখেন, স্ত্রী হাত–পা, মুখ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তাঁর শরীরে অ্যাসিড জাতীয় কোনও কিছু ঢালা। যন্ত্রণায় ছটফট করছেন স্ত্রী। দ্রুত স্ত্রীকে নিয়ে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। তাঁর অবস্থা সঙ্কটজনক।
এদিকে, ঘটনার পর থেকেই পলাতক ২৮ বছরের অভিযুক্ত প্রতিবেশী। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হবে। তারপরই ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
