আজকাল ওয়েবডেস্ক: ২৬ জানুয়ারি আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লাখ লাখ দর্শকের ভিড়ে কনসার্ট করেছে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড 'কোল্ডপ্লে'। যা দেখে অবিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার তিনি বলেছেন যে, "ভারতে লাইভ কনসার্টের সুযোগ রয়েছে।" ভুবনেশ্বরে উৎকর্ষ ওড়িশা কনক্লেভে-র ভাষণে প্রধানমন্ত্রী মোদি ভারতে 'কনসার্ট অর্থনীতি'র বিশাল সম্ভাবনার উপর জোর দিয়েছেন। তিনি সরকার এবং বেসরকারি ক্ষেত্রকে 'কনসার্ট অর্থনীতি'র জন্য পরিকাঠামো তৈরিতে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "এই দেশে সঙ্গীত, নৃত্যকলার বিশাল উত্তরাধিকার রয়েছে। ভারত কনসার্টের একটি বিশাল ভোক্তা। এখানে ‘কনসার্ট ইকোনমি’র বিরাট সম্ভাবনা আছে।" 

লাইভ কনসার্টের ক্রমবর্ধমান উন্মাদনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, "গত দশকে, লাইভ ইভেন্টের প্রবণতা এবং চাহিদা উভয়ই বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে, আপনি অবশ্যই মুম্বই এবং আহমেদাবাদে অনুষ্ঠিত কোল্ডপ্লে কনসার্টের দুর্দান্ত সব ছবি দেখেছেন। এটা ভারতে লাইভ কনসার্টের জনপ্রিয় পরিধির সাক্ষ্য বহন করছে। বিশ্বখ্যাত তাবড় তারকা শিল্পীরা ভারতের অনুষ্ঠান করার বিষয়ে আগ্রহী।"

লাইভ ইভেন্ট আয়োজনের সুবিধা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "কনসার্ট অর্থনীতি পর্যটন ক্ষেত্রকে উৎসাহিত করে এবং কর্মসংস্থান সৃষ্টি করে। আমি সরকার এবং বেসরকারি খাক্ষেত্রকে কনসার্ট অর্থনীতির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো এবং দক্ষতার উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ইভেন্ট ম্যানেজমেন্ট, শিল্পীদের সাজসজ্জা, নিরাপত্তা এবং অন্যান্য ব্যবস্থারও সুযোগ রয়েছে।" এসব বলতে গিয়েই প্রধানমন্ত্রী মোদি আগামী মাসে (ফেব্রুয়ারি) ভারত আয়োজিত প্রথম বিশ্ব অডিও-ভিজ্যুয়াল শীর্ষ সম্মেলনের কথাও উল্লেখ করেন।

কোল্ডপ্লে তাদের 'মিউজিক অফ দ্য স্ফিয়ারস' নিয়ে ভারত সফর করেছে, যার শুরু ১৮, ১৯ এবং ২১ জানুয়ারি নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে তিনটি কনসার্ট দিয়ে। সফরের দ্বিতীয় পর্যায়ে ২৫ এবং ২৬ জানুয়ারি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দু'টি শো অন্তর্ভুক্ত ছিল। আসলে কোল্ডপ্লে-র ওয়ার্লড ট্যুরে ভারতে একটিমাত্র অনুষ্ঠান করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করেছে এই ব্রিটিশ ব্যান্ড। সবকটি অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়। এমনকী টিকিটের কালো বাজারির অভিযোগ ওঠে।