আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টি-২০ ম্যাচ। টানা বৃষ্টির জন্য রবিবার ডারবানে খেলা শুরু করাই সম্ভব হল না। শেষপর্যন্ত দু"ঘন্টা অপেক্ষা করার পর খেলা ভেস্তে যাওয়ার কথা ঘোষণা করা হয়। ভারতীয় সময় সন্ধে সাতটায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য সেটা পিছিয়ে যায়। শেষপর্যন্ত টসও করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে গেল প্রথম টি-২০ ম্যাচ। একটা সময় জানানো হয়, ওভার কমিয়ে ম্যাচ করা হবে। কিন্তু বৃষ্টি না থামায় সেটা সম্ভব হয়নি। ভারতীয় সময় সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা ছিল খেলা। দু"ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষপর্যন্ত ভারতীয় সময় রাত সাড়ে ন"টা নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ডারবানে বৃষ্টির সম্ভাবনা ছিল। কিন্তু একটা বলও খেলা হবে না ভাবা যায়নি। এক সপ্তাহ আগেই এই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর হতাশ হয়েই স্টেডিয়াম ছাড়তে হল ক্রিকেটপ্রেমীদের। মঙ্গলবার সেন্ট জর্জস পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। বৃহস্পতিবার জোহানেসবার্গে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ। ১৭ ডিসেম্বর থেকে শুরু একদিনের সিরিজ।