আজকাল ওয়েবডেস্ক: জোড়া জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচের আগে নতুন ভূমিকায় অক্ষর প্যাটেল। ক্রিকেটার থেকে ভ্লগার হয়ে যান তিনি। ভারতীয় ক্রিকেট দলের ভ্লগ বানাতে দেখা যায় তারকা অলরাউন্ডারকে। নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে বিসিসিআই।‌ সেখানে ভ্লগ বানাতে দেখা যায় অক্ষরকে। চেন্নাই বিমানবন্দর থেকে রাজকোটের হোটেল পর্যন্ত টিম ইন্ডিয়ার যাত্রা ক্যামেরাবন্দি করেন তিনি। দেখে কে বলবে তিনি ক্রিকেটার? একেবারে পেশাদার ভ্লগারদের মতোই আচরণ করেন। হোটেল থেকে চেন্নাই বিমানবন্দর, বিমানের মধ্যে ক্রিকেটারদের কীর্তিকলাপ, রাজকোট বিমানবন্দর থেকে হোটেল। পুরো যাত্রার খণ্ডচিত্র তাঁর ভ্লগে ধরা পড়ে। ভিডিওতে অক্ষরকে তাঁর সতীর্থ এবং কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

ভ্লগে দলের বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গে কথা বলতে দেখা যায় ৩১ বছরের ক্রিকেটারকে। পাশাপাশি রমনদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া এবং রবি বিষ্ণোইয়ের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। সবাই অক্ষরের এই কাণ্ড উপভোগ করেন। ভিডিওর পরের দিকে হর্ষিত রানা, অভিষেক শর্মা, তিলক বর্মা এবং ধ্রুব জুরেলের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীয় দলের নতুন ভ্লগারকে। ভিডিওর শেষে রাজকোটের হোটেলে উষ্ণ অভ্যর্থনা নিতে দেখা যায় টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। এখানেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ। চলতি টি-২০ সিরিজে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী অক্ষর। দুই ম্যাচে আট ওভার বল করে ৮ উইকেট তুলে নেন। গড় ১৩.৫০। মঙ্গলবার তৃতীয় টি-২০ ম্যাচ। নিজের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া থাকবেন অক্ষর। একইসঙ্গে তৃতীয় টি-২০ জিতে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।