প্রায় একমাস যাবৎ জটিলতা চলে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক নিয়ে। প্রশ্নের মুখে পড়ে ধারাবাহিকের ভবিষ্যৎও। তবে সেসব এখন অতীত। নতুন নায়িকাকে নিয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে গল্প। অভিনেতার সঙ্গেও যে সমস্যা তৈরি হয়েছিল সেটা মিটেছে। কিন্তু তাও হঠাৎই কেন জিতু কামাল লিখলেন, 'অতি রিক্ত করে'?

কী ঘটেছে? শুক্রবার মধ্যরাতে একটি ইঙ্গিতবহ পোস্ট করেন জিতু কামাল। ফেসবুকের পাতায় অভিনেতা তাঁর সেই পোস্টে লেখেন, 'অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্যে নেওয়া। না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো।' একই সঙ্গে তিনি জানান, তাঁর মতে, 'অতি রিক্ত করে।' অর্থাৎ খালি করে দেয়। কিন্তু কেন এমন লিখলেন? যদিও 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের 'আর্য' জানিয়েছেন এটা নিছকই তাঁর ভাবনা। কিন্তু সেটা মানতে নারাজ অনুরাগীরা। অভিনেতার বা তাঁর সঙ্গে কি তবে কিছু হয়েছে? তেমনই মন্তব্য তাঁর অনুরাগীদের। 

এক ব্যক্তি লেখেন, 'এত বেশি ভেবো না। ঘুমাও। আমাদের চিন্তা হয়, যে ছেলেটা কী ভাবছে, কেন ভাবছে এসব?' কেউ আবার লিখেছেন, 'সুন্দর অনুভূতি। কিন্তু এই প্রসঙ্গ এল কেন? সব ঠিক আছে তো?' আরেক নেটিজেন লেখেন, 'তোমায় কিছু প্রশ্ন করলেই এড়িয়ে যাও। কিন্তু কিছু সমস্যা হলে জানিও। সবসময় তোমার পাশে আছি।' অনেকেই আবার অভিনেতার এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন। 

প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে কিছু জটিলতা তৈরি হয়। দিতিপ্রিয়া রায়কে প্রথমে এই ধারাবাহিকে অপর্ণার ভূমিকায় দেখা যাচ্ছিল। কিন্তু তিনি নভেম্বর মাসে জানিয়ে দেন যে তিনি আর যুক্ত থাকতে চান না এই ধারাবাহিকের সঙ্গে। অসুস্থতার কারণ দেখিয়ে সরে যান। পরবর্তীতে সেই জায়গায় আসে নতুন মুখ শিরিন পাল। বর্তমানে দর্শক শিরিন এবং জিতুর জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের গল্পে এখন আর্য, অপর্ণার বিয়ে দেখানো হচ্ছে। যদিও মাঝে মধ্যে অপর্ণা আর্যর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর ঝলক দেখতে পাচ্ছে। এমনকী গায়ে হলুদের সময় এও জানায় যে সে বিবাহিত। এই সমস্ত জটিলতা কাটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ তো হবে তারা। তারপর কোন ঝড় উঠবে আর্য অপর্ণার জীবনে সেটাই দেখার। 

অন্যদিকে জিতু কামালকে আগামীতে 'এরাও' মানুষ ছবিতে দেখা যাবে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখা যাবে তাঁর বিপরীতে। সদ্যই শুটিং হয়েছে সেই ছবির। এই ছবির শুটিং চলাকালীনই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। ভর্তি করানো হয় হাসপাতালে।