আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার দাপটে তাহেরপুরে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কপ্টার। জানা যাচ্ছে, দমদম বিমানবন্দরে ফিরে আসছে প্রধানমন্ত্রীর বিমান।
সেখান থেকে ফের সড়কপথে সভাস্থলে রওনা দিতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এদিন সকাল থেকে ঘন কুয়াশা রাজ্যজুড়ে। সকাল নাগাদ দমদম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
সেখান থেকে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাহেরপুর থানার মাঠে হেলিপ্যাডে নামার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেখান থেকে প্রায় ৫৫০ মিটার দূরে নেতাজি পার্কে প্রধানমন্ত্রীর সভাস্থল।
মাঝের রাস্তাটুকু গাড়িতে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম যে কপ্টার নামতেই পারেনি।

সকাল থেকে চিত্রটা এখনও পর্যন্ত একই রকম রয়েছে বলে জানা যাচ্ছে। এদিন তাহেরপুরে দুটি সভা রয়েছে মোদির। প্রথমে একটি প্রশাসনিক সভা রয়েছে।
সেখানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মোদি। তারপর সংকল্প সভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কপ্টার এখনও পর্যন্ত দমদমেই রয়েছে। সড়ক পথে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে এদিন সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গিয়েছে তাহেরপুরে। নেতাজি পার্ক যেখানে মোদি সভা করবেন সেখানে ইতিমধ্যেই তিল ধারণের জায়গা নেই।
ফলে, মানুষ ভিড় করেছেন হেলিপ্যাডের সামনে। সেখানে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। তার ধারে সকাল থেকেই লাইন দিয়েছে আমজনতা।
তবে একটানা ভিড়ের কারণে বর্তমানে পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টায় সাধারণ মানুষ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দমদম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষারত প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে রওনা দেবেন নাকি ভার্চুয়ালি সভা সারবেন তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক চলছে।
সভাস্থলে উপস্থিত সমর্থকদের বক্তব্য, সামনে থেকে মোদিকে দেখার ইচ্ছে ছিল। এর আগে প্রধানমন্ত্রী একবার এসেছিলেন, তখন অনেকে দেখেছিলেন। কিন্তু এবারও সামনে থেকে দেখার ইচ্ছে ছিল।
কিন্তু যখন উপস্থিত কর্মী সমর্থকরা জানতে পারেন, প্রধানমন্ত্রী আসবেন না। তখন অনেকেই মাঠ ছেড়ে বেরিয়ে চলে যান।
মোদির ভাষণ শুনতে, তিনি কী বার্তা দেন সেটা শুনতে অনেকেই এসেছিলেন তাহেরপুর মাঠে। তারপরেই হতাশ হয়ে কর্মীরা বেরিয়ে যান মাঠ ছেড়ে।
