সমীর ধর, আগরতলা: অনিশ্চয়তার অবসান। সোমবার দুদিনের জন্য ত্রিপুরায় আসছেন সৌরভ গাঙ্গুলি। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বেসাডর হিসেবে সোমবার সন্ধেয় আগরতলায় এসেই রাজ্য সরকারের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর ও বিনিময় করবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। অনুষ্ঠান হবে আগরতলার উজ্জ্বয়ন্ত রাজপ্রাসাদ অর্থাৎ স্টেট মিউজিয়ামের সামনে। রাতেই মহারাজ দেখা করবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার সঙ্গে। মঙ্গলবার গোমতী জেলার পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় গিয়ে শ্যুটিং করবেন। শ্যুটিং হবে উজ্জ্বয়ন্ত প্রাসাদ সহ আরও দু-এক জায়গায়। রবিবার গীতাঞ্জলি রাজ্য অতিথিশালায় সাংবাদিকদের এই খবর জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরি।  কয়েক মাস আগেই অবশ্য তিনি একবার সাংবাদিক সম্মেলন করে সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর করা হয়েছে বলে ঘোষণা করেছিলেন। তার আগে কলকাতায় গিয়ে সৌরভের সঙ্গে দেখা করে তাঁকে এ ব্যাপারে প্রস্তাব দেন এবং প্রাথমিক সম্মতি আদায় করেন। কিন্তু এরপর অনেক দিন সবকিছু চুপচাপ ছিল। চলছিল নানান জল্পনা, সঙ্গে অনিশ্চয়তা। শেষমেষ রবিবার এই খবর জানালেন পর্যটনমন্ত্রী।