আজকাল ওয়েবডেস্ক: রবিবারই রামমন্দিরের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। রামমন্দির উদ্বোধনের আগে তেলেঙ্গানার বিদায়ী মুখ্যমন্ত্রী কেসিআর কন্যা কে কবিতা বললেন, স্বপ্ন পূরণ হবে কোটি কোটি হিন্দুদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবারই তিনি লিখেছেন, " শুভ সময় আসছে। কোটি কোটি বুধবার স্বপ্ন পূরণ হতে চলেছে। তেলেঙ্গানার মানুষ এই শুভ সময়কে স্বাগত জানায়।" তিনি তাঁর বার্তার সঙ্গেই সামাজিক যোগযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে নির্মীয়মান রাম মন্দিরের মুহূর্ত রয়েছে। মন্দিরের গর্ভগৃহ, অর্থাৎ রামের মূর্তি যেখানে রাখা হবে, সেই জায়গায় কাজ প্রায় সম্পন্ন বলেই জানা গিয়েছেন। ২০২৪ এর জানুয়ারিতেই উদ্বোধন হবে রাম মন্দিরের। ২২ জানুয়ারি বেলা ১২.৪৫ এর মধ্যেই রামের মূর্তি গর্ভগৃহে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একনাথ শিন্ডে জানিয়েছেন, ৩০০ ভক্ত পায়ে হেঁটে মহারাষ্ট্র থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দিচ্ছেন। সুদীর্ঘ যাত্রাপথ তাঁরা অতিক্রম করবেন ৪৭ দিনে।