নিজস্ব সংবাদদাতা: নতুন বছরে ফের শিরোনামে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টান ইন্ডিয়া। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির শুটিং নিয়ে তাদের সঙ্গে পরিচালকের জোর সমস্যা দেখা দিয়েছে। এরপরেই গুঞ্জন ওঠে, ফেডারেশন কৌশিককে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে! শোনা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেই মতো শনিবার ইউনিটের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের সঙ্গে কলাকুশলী সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে বলে খবর।
প্রসঙ্গত, গত বছর টলিপাড়ার পরিচালক বনাম ফেডারেশন তরজা চরমে উঠেছিল। ফেডারেশনের নীতি নির্ধারণ সংক্রান্ত একাধিক বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাময়িক কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরিচালকেরা। পরিচালকদের সমর্থনে সেই সময় জোর গলায় মুখ খুলেছিলেন কৌশিক।
জানা গিয়েছে, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সমস্যার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। কৌশিকের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি ফোনের কোনও উত্তর দেননি। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও ফোনের জবাব দেননি।
