আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৯ ডিসেম্বর হতে পারে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক। সূত্রের খবর থেকে এমনটাই জানা গিয়েছে। বৈঠকে আসন সমঝোতা নিয়েই মূলত কথা হবে। লোকসভা নির্বাচনের বেশি বাকি নেই। তার আগে ইন্ডিয়া জোট কোন পথে লড়াই করবে তার দিকনির্দেশ থাকবে এই বৈঠকে। ৫ রাজ্যের রায়ের দিকে নজর দিলে দেখা যাবে বিজেপি একেবারে তলানিতে ফেলে দিয়েছে কংগ্রেসকে। শুধুমাত্র তেলেঙ্গানায় সরকার গড়েছে কংগ্রেস। ইন্ডিয়া জোটের প্রধান নেতারা এবারের বৈঠকে থাকবেন বলেই জানা গিয়েছে। ৫ রাজ্যের ফল ঘোষণার পরই জোটের পরবর্তী বৈঠকে দিন স্থির করে কংগ্রেস। তবে সেবারে অখিলেশ যাদব, নীতিশ কুমার এবং মমতা ব্যানার্জি বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া দেননি। দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন।পাশাপাশি ৫ রাজ্যে ভোটের ফল বাড়তি আক্সিজেন যুগিয়েছে গেরুয়া শিবিরকে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত বৈঠকে বসছে চলেছে ইন্ডিয়া জোট।