আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক তরুণী। স্থানীয়দের থেকে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে পৌঁছে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তরুণীকে ধর্ষণ করে রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে গিয়েছিল কেউ বা কারা। এ ঘটনায় ব্যাপক শোরগোল শহরজুড়ে। তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গোরেগাঁওয়ে। রাস্তা থেকে ২০ বছর বয়সি তরুণীকে উদ্ধার করে প্রথমে যোগেশ্বরী ট্রমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই কেইএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, ২০ জানুয়ারি লখনউ থেকে মুম্বইয়ে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আত্মীয়। বান্দ্রা স্টেশনে পৌঁছনোর পর গোরেগাঁওয়ে চলে আসেন। তরুণী জানিয়েছেন, তাঁকে ধর্ষণের পর, যৌনাঙ্গে ব্লেড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অস্ত্রোপচার করে সেই ব্লেডটি বের করেছেন চিকিৎসকরা।
নির্যাতিতার বয়ানের ভিত্তিতে বান্দ্রা থেকে গোরেগাঁও স্টেশন পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ঘটনায় কারা জড়িত ছিল, তারও খোঁজ চলছে।
