আজকাল ওয়েবডেস্ক:‌ একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা। শনিবার দুপুর সাড়ে বারোটায় বিসিসিআইয়ের সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। দুপুর বারোটা নাগাদ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসেন অধিনায়ক রোহিত শর্মা ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার। তারপর শুরু হয় দল নির্বাচন নিয়ে চূড়ান্ত বৈঠক।


প্রথমে ঠিক ছিল দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে ক্রিকেটারদের নাম জানানো হবে। থাকবেন রোহিত শর্মা ও অজিত আগরকার। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও দল নির্বাচনী বৈঠক চলছে। তাই সাংবাদিক সম্মেলনে দেরি হচ্ছে। তবে বৈঠকে নেই হেড কোচ গৌতম গম্ভীর।
সূত্রের খবর এই দেরির কারণ জসপ্রীত বুমরাকে নিয়ে চলছে লম্বা আলোচনা। তাঁকে দলে রাখা নিয়ে মূলত বৈঠকে চলছে কথা। এছাড়া যশস্বী দলে থাকবেন কিনা সেটাও একটা প্রশ্ন। মহম্মদ সামির নাম নিয়েও হচ্ছে আলোচনা।


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।


পাকিস্তান ও ভারত ছাড়া প্রায় সব দলই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে দিয়েছে। শনিবার দল ঘোষণা করতে চলেছে টিম ইন্ডিয়া। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে টুর্নামেন্ট।