আজকাল ওয়েবডেস্ক:  একেই বলে যেমন কথা তেমন কাজ। তেলেঙ্গানায় নির্বাচনের আগে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে যে কথা ছিল সেইমত কাজ শুরু করল তেলেঙ্গানার কংগ্রেস সরকার। তেলেঙ্গানায় মহালক্ষ্মী যোজনায় এবার থেকে মহিলা এবং রূপান্তকামীরা বিনামূল্যে বাসে যেতে পারবেন। এছাড়াও এই যোজনায় প্রতি মহিলার অ্যাকাউন্টে প্রতিমাসে আড়াই হাজার টাকা দেওয়া হবে। তেলেঙ্গানার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি জানান, কংগ্রেসের দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পালন করা হবে। শনিবার থেকেই কার্যকরী হবে এই যোজনা। মহালক্ষ্মী নামে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখালেই মিলবে ছাড়। প্রসঙ্গত, বরাবরই মহিলাদের প্রাধান্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর বিভিন্ন প্রকল্পগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে। তাই এবার দেশের অন্য দলগুলিও মহিলাদের প্রাধান্য দিতে নানা ধরণের প্রকল্প ঘোষণা করছে।