আজকাল ওয়েবডেস্ক: আচমকাই দাঁতে প্রবল যন্ত্রণা। দিন কয়েকের মধ্যে ফুলেও গেল চোয়াল। এমনই অবস্থা, তিনি কথাও বলতে পারছেন না। তড়িঘড়ি করে ছুটে যান দাঁতের ডাক্তারের কাছে। পরীক্ষা করাতেই রিপোর্ট দেখে চমকে উঠলেন তিনি। পরীক্ষার পর বৃদ্ধ জানতে পারেন, তিনি ক্যানসারে আক্রান্ত। 

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৭৮ বছর বয়সি বৃদ্ধ আচমকা দাঁতে ব্যথা অনুভব করেন। নীচের একটি দাঁতে এমনই যন্ত্রণা শুরু হয়, সময় নষ্ট না করে ছুটে যান ডেন্টিস্টের কাছে। চিকিৎসক পরীক্ষা করেন জানান, ওই দাঁতটি তুলে ফেলতে হবে। দাঁত তোলার ঠিক কয়েকদিন আগে বৃদ্ধের চোয়াল ফুলে যায়। 

সেই অবস্থায় আবারও সেই চিকিৎসকের কাছে যান বৃদ্ধ। তখন তাঁকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন চিকিৎসক। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, তাঁর চোয়ালে একটি ক্ষত রয়েছে। আরও একগুচ্ছ পরীক্ষার পর জানা যায়, বৃদ্ধ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যেই ক্যানসারের যথাযথ চিকিৎসা শুরু হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, ছেলেদের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দিনের পর দিন বাড়ছে। প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হলে, চোয়াল ফোলার মতো উপসর্গ দেখা দিতে পারে। ঘনঘন দাঁতে যন্ত্রণা, দাঁত পড়া, দাঁত থাকে রক্ত বের হওয়ার উপসর্গও দেখা যায়।