সংবাদ সংস্থা মুম্বই: তিন মাস পূর্ণ করল মাসাবা-সত্যদীপের কন্যাসন্তান। তা উদ্‌যাপন করতেই মেয়ের নাম সমাজমাধ্যমে ভাগ করে নিলেন মাসাবা। এবং তা করলেন একটু অভিনব উপায়েই। সম্যামধ্যমে যে ছবি পোস্ট করেছেন ভিভ-কন্যা, তাতে দেখা যাচ্ছে তাঁর হাতে পরা একটি সোনার কঙ্কণ। তার উপর বসানো রয়েছে হীরে। এই হিরেগুলো যেভাবে পরপর সাজানো রয়েছে, তাতে ফুটে উঠেছে রোমান হরফের একটি নাম-‘মাতারা’। মাসাবার হাতের পাশে দেখা গেল তাঁর একরত্তির হাত। অর্থাৎ বার্তা স্পষ্ট - মেয়ের নাম মাতারা।   

 

 

কী অর্থ এই নামের। ইনস্টাগ্রামের স্টোরিতে তার জবাব দিয়েছেন মাসাবা। লিখলেন, “হিন্দু ধর্মের ন’জন দেবীর নারীশক্তি, জ্ঞান। আর তারই সঙ্গে আমাদের চোখের মণিও।” সত্যদীপ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাসাবার এই ছবিটি শেয়ার করে নিজেদের মেয়ের নাম দেবনাগরী হরফে লিখেছেন। 

 

 

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর,নবরাত্রিতে কন্যাসন্তানের মা হলেন মাসাবা গুপ্তা। মাসাবা-সত্যদীপের পরিবার উচ্ছ্বসিত। মেয়ে হওয়ায় আনন্দে মাতোয়ারা তাঁদের পরিবারও। তাঁদের দাবি, দেবী দুর্গা কন্যা রূপে তাঁদের ঘরে এলেন। মাসাবা-সত্যদীপ জন্মের দ্বিতীয় দিনে নবজাতকের লালচে, ছোট্ট ছোট্ট পা সামনে এনেছেন। নরম তোয়ালেতে ঢাকা পা দু’টিকে আগলে রেখেছে মাসাবার হাত। ২০২৩-এর জানুয়ারিতে মাসাবা-সত্যদীপ গাঁটছড়া বাঁধেন। ‘মাসাবা মাসাবা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। শোনা যায়, সেটেই নাকি সম্পর্কের শুরু। দু'জনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে মাসাবা মধু মান্তেনা এবং সত্যদীপ অদিতি রাও হায়দারিকে বিয়ে করেছিলেন।