আজকাল ওয়েবডেস্ক: এক আইনজীবীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবতী। তাঁর প্রেমে মত্ত হয়ে, 'পথের কাঁটা' সরানোর পরিকল্পনা করেছিলেন আইনজীবী। প্রেমিকার স্বামী ও বাবাকে খুনের চেষ্টা করেছিলেন। টাকা দিয়ে ভাড়াটে খুনিও কাজে লাগিয়েছিলেন। কিন্তু ভাড়াটে খুনির ভুলে গ্রেপ্তার হলেন খোদ আইনজীবী। প্রেমিকার বাবার পরিবর্তে এক ট্যাক্সি চালককে খুন করে বিপাকে পড়লেন অভিযুক্তরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ৩০ ডিসেম্বর প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করার পরিকল্পনা করেছিলেন। যুবতীর বাবা ভেবে যাঁকে ভাড়াটে খুনিরা খুন করেছিলেন, তিনি পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন। সেদিনই ওই ট্যাক্সি চালকের দেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করে তারা।
জেরা করে পুলিশ জানতে পারে, ভাড়াটে খুনিদের অগ্রীম দু'লক্ষ টাকা দিয়েছিলেন আইনজীবী। চেয়েছিলেন, প্রেমিকার স্বামী ও বাবাকে খুন করা হোক। কিন্তু বেঘোরে প্রাণ হারান এক ট্যাক্সি চালক। এরপর বাকি টাকা চাইতে গেলে ভাড়াটে খুনিদের সঙ্গে ঝামেলা হয় আইনজীবীর। এই খুনের ঘটনায় ওই আইনজীবী এবং দুই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, একটি বাইক, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
