আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত শর্মা। তাঁর এই সিদ্ধান্তে সবাই হতচকিত হয়ে যান। জল্পনা ছড়ায় রোহিত কি অবসর নিলেন? পরে হিটম্যান এক সাক্ষাৎকারে সব জল্পনা সরিয়ে জানান, তিনি অবসর নিচ্ছেন না। ব্যাটে রান পাচ্ছিলেন না। সেই কারণে দলের ভালর জন্য নিজে সরে গিয়ে ফর্মে থাকা এক ক্রিকেটারকে দলে সুযোগ দিচ্ছেন। 

তবে সর্বভারতীয় সংবাদমাধ্যম 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত খবর অনুযায়ী, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট চলাকালীন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে লেগে যায় রোহিত শর্মার। সেই সময়ে ভারত অধিনায়ক স্থির করে ফেলেন তিনি অবসর নেবেন। কিন্তু তাঁর শুভানুধ্যায়ীরা সেই সময়ে রোহিতকে বোঝান। তাঁর সিদ্ধান্ত বদল করেন। প্রতিবেদন অনুযায়ী, শুভানুধ্যায়ীরা রোহিতকে না বোঝালে অস্ট্রেলিয়া সিরিজে আরও একজনের অবসর দেখা যেত। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোহিতের অবসর থেকে ইউ টার্ন ভাল ভাবে নেননি গৌতম গম্ভীর। সিডনি টেস্টের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন গম্ভীর নিজে। রোহিত আসেননি। সাংবাদিক বৈঠকে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, রোহিত কী খেলবেন সিডনিতে? 

গম্ভীর সেই প্রশ্নের জবাব দেননি। সিডনি টেস্ট চলাকালীন রোহিত জানিয়ে দেন তিনি অবসর নিচ্ছেন না। দলের ভালর  জন্য তিনি সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।