আজকাল ওয়েবডেস্ক: ভদ্রকের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাতই টাকা গায়েব। তার ব্যাঙ্ক ছিল এইচডিএফসি ব্যাঙ্ক। সেখান থেকে আচমকা ৮৫ হাজার টাকা কমে যায়। তবে এরপরই অবাক করা কাণ্ড। ফের তার অ্যাকাউন্টে ফেরত চলে আসে ৮০ হাজার টাকা। কীভাবে এই কাজটি হল তা এবার খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

 


যার সঙ্গে এই ঘটনাটি ঘটেছে তার নাম পদ্মলোচন সাইনি। তার এইচডিএফসি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট ছিল। তার অভিযোগ ছিল ৮৫ হাজার টাকা হঠাৎ করেই তার অ্যাকাউন্ট থেকে কমে যায়। তিনধাপে এই টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ভুল করে তার অ্যাকাউন্ট থেকে এই টাকা কেটে নেওয়া হয়েছিল। তবে ভুল বুঝতে পেরে তারা ফের ওই টাকা তাকে ফিরিয়ে দিয়েছে। তবে এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে তার অ্যাকাউন্ট থেকে কে বা কারা এই টাকা কেটে নিয়েছিল। কোন অ্যাকাউন্টে গিয়ে সেটি জমা হয়েছে তারও খোঁজ করছে ব্যাঙ্ক। আবার কোন অজানা কারণে সেটি আবার তার অ্যাকাউন্টে ফেরত চলে এল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

 


গোটা ঘটনার মধ্যে সাইবার অপরাধী চক্র থাকতে পারে বলে মনে করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে যে ব্যক্তির সঙ্গে এটি ঘটেছে তিনি মনে করছেন ব্যাঙ্কের কোনও কর্মী এই কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। ধরা পড়ার ভয়ে তিনি ফের এই টাকা তাকে ফেরত দিয়েছেন। তার দাবি যেসব তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয় তখন তার ফোনে ওটিপি আসে। এরপরই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় টাকা। যদিও এবিষয়ে আর কোনও মন্তব্য করতে চায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলেই নাকি দায় সেরেছেন।