আজকাল ওয়েবডেস্ক: নিঃসন্তান দম্পতিদের সন্তানের লোভ দেখিয়ে টাকা রোজগার। ভালই চলছিল ব্যবসা। অবশেষে বিহার পুলিশের জালে ধরা পড়ল তিন প্রতারক।
সাইবার অপরাধীরা রীতিমতো খুলে ফেলেছিল সংস্থা। যার নাম ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস’। এই সংস্থার মাধ্যমে প্রথমে গ্রাহকদের সন্তানের লোভ দেখানো ও পরে ব্ল্যাকমেলের ব্যবসা ফাঁদা হয়েছিল। বিহারের নওয়াদা জেলার নাদরিগঞ্জের কাহুয়ারা গ্রামের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
প্রতারকদের তরফে বলা হত, নিঃসন্তান মহিলাদের অন্তঃসত্ত্বা করার জন্য ১০ লক্ষ টাকা লাগবে। কিন্তু প্রচেষ্টা ব্যর্থ হলে গ্রাহকদের ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা ফেরতের প্রতিশ্রুতিও দেওয়া হত সংস্থার তরফে। পুলিশ জানিয়েছে, প্রতারকরা ফেসবুকে এই বিজ্ঞাপন দিত। এরপর বহু মানুষ যোগাযোগ করতেন। এরপর নাম রেজিস্ট্রেশন করা হত। সেক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড চাওয়া হত। এমনকী সেলফিও চাইত প্রতারকরা। এরপর গ্রাহকদের থেকে টাকা নেওয়া হত। তারপর হোটেল বুক করা হত।
এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিহার পুলিশ প্রিন্স রাজ, ভোলা কুমার ও রাহুল কুমার নামে তিন যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যে ফোন গুলি থেকে মিলেছে গ্রাহকদের সঙ্গে কথোপকথন, খদ্দেরদের ছবি, অডিও রেকর্ডিং ও ব্যাঙ্ক স্টেটমেন্টের তথ্য।
নিঃসন্তান দম্পতিদের প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে ফেলেছিল তিন জন। পুলিশ জানিয়েছে, ধৃতরা আদতে প্লে বয়।
