আজকাল ওয়েবডেস্ক: চলন্ত আটোর সিটের পিছন থেকে ভেসে আসছে কিচির-মিচির শব্দ। আটো এগোচ্ছে, জ্য়ামে দাঁড়াচ্ছে, কিন্তু কিচির মিচির শব্দ থামছে না। যাত্রীরা অবাক। কোথা থেকে আসছে ওই শব্দ? পিছন দিকে মুখ ঘোরাতেই তাজ্জব অটোর যাত্রীার। দেখেন, অটোর সিটের পিছনের জায়গায় পাখির বাচ্চাদের অস্থায়ী বাসস্থান। লাল, নীল, হলুদ, সবুজ রঙের ওই পাখির বাচ্চাদের দেখলেই মন ভাল হয়ে যাবে। নিমেষে কেটে যাবে সব একঘেঁয়েমি।
বেঙ্গালুরুর সেই অটোতে পাখির বাচ্চাদের ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দ প্রকাশ করেছেন বেশিরভাগ নেটিজেন। তবে এমন কাণ্ডে অবাক সকলেই।
Never a dull day In Bangalore @peakbengaluru pic.twitter.com/nnn0h29nYO
— Punjab Puls (@moge_oye)Tweet by @moge_oye
গত বছরের শুরুতে, বিডফোর্ডে একটি ব্যস্ত রাস্তা পার হওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। পালক মোড়া পথচারীদের পথ পার হওয়ার জন্য চালকরা ধৈর্য ধরে অপেক্ষা করার সময় ট্র্যাফিক থমকে গিয়েছিল। শহরে কয়েক ডজন হাঁসের বাচ্চা বিশ্বের সবচেয়ে সুন্দর ট্র্যাফিক জ্যাম তৈরি করার চেষ্টা করেছিল। বিডফোর্ডের বাসিন্দা কারেন রামুন্নো ভিডিওতে একটি মা হাঁস ৪৫টি হাঁসের বাচ্চাকে পাঁচ লেনের রাস্তা পার করার দৃশ্য সমাজ মাদ্যমে তুলে ধরেছিলেন। মা হাঁস দু'টি সারিতে বাচ্চাদের রাস্তা পার করানোর দৃশ্য ছিল দেখার মত।
