আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির। বছরভর বহু মানুষ মন্দির দর্শনে যান। ভক্তদের ভিড় সামলানোর ব্যবস্থার কড়াকড়িও রয়েছে সেখানে। কিন্তু তারমাঝেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। বুধবার সন্ধেয় তিরুপতি মন্দিরে টিকিট বিলি ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হয়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ছ' জনের। 

 

'বৈকুণ্ঠদ্বার  সর্বদর্শনম'-এর জন্য টোকেন সংগ্রহ করতে ভক্তদের লাইন ছিল মন্দিরের সামনে। বুধবার সকাল থেকেই বহু মানুষ লাইনে ছিলেন। আগামীকাল ভোর থেকে টিকিট বিলি শুরু হবে বলে জানা গিয়েছে।  সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সন্ধেবেলা যখন টোকেন বিলির কথা ঘোষণা হয়, তখন অন্তত চারহাজার ভক্ত লাইনে ছিলেন।  সঙ্গেই বহু মানুষ ছিলেন সেখানে। আচমকা বিশৃঙ্খলারর পরিস্থিতি তৈরি হয়।

জানা গিয়েছে ছ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে একজন তামিলনাড়ুর বাসিন্দা। অন্তত ১৬জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে, আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গিয়েছে, তাড়াহুড়োর মধ্যে অন্তত ৬০জন একে অন্যের উপরে পড়ে যান।