শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ০৭ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৪৭Sumit Chakraborty
বীরেন ভট্টাচার্য, দিল্লি : মমতা ব্যানার্জি সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লাকে নালিশ জানালেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ ব্যানার্জি। বৃহস্পতিবার লোকসভার প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত হওয়ার পরেই সুদীপ ব্যানার্জিকে আলাদা করে ডেকে পাঠান স্পিকার। তাঁর ঘরে আলাদা করে বৈঠক করেন সুদীপ ব্যানার্জি। গিরিরাজ সিংয়ের পাশাপাশি এদিন মহুয়া মৈত্রের বিষয় নিয়েও আলোচনা হয় ওম বিড়লা এবং সুদীপ ব্যানার্জির।
সূত্রের খবর, এদিন সুদীপ ব্যানার্জি এবং ওম বিড়লার যখন আলোচনা হয়, সেই সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরীও। জানা গিয়েছে, শুক্রবার লোকসভায় মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ হতে চলেছে। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরেই মহুয়াকে নিয়ে প্রস্তাবনা পেশ করে পদক্ষেপ করা হবে। তাঁর বিরুদ্ধে শাস্তি ঘোষণা হলে, লোকসভা থেকে ওয়াক আউট করে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান সত্যাগ্রহ করবে তৃণমূল। কংগ্রেস সহ ইন্ডিয়া দলগুলিও মহুয়া মৈত্র ইস্যুতে তৃণমূলের পাশে রয়েছে। এদিন সুদীপ ব্যানার্জি স্পিকারকে মহুয়া ইস্যুতে আলোচনার জন্য সময় দেওয়ার দাবি জানিয়েছেন। যদিও মাত্র ৩০ মিনিটই সময় দেওয়া হবে বলে সূত্রের খবর। সুদীপ ব্যানার্জি বলেন, "আমাকে স্পিকারের দপ্তরের তরফে জানানো হয়, প্রশ্নোত্তর পর্বের পর আমি যেন দেখা করি। মহুয়া মৈত্র সহ নানান বিষয়ে স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। গিরিরাজ সম্পর্কে বক্তব্যটি আমি নিজে তুলেছি স্পিকারের কাছে। আমি বলেছি, মমতা ব্যানার্জির সঙ্গে সলমন খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সবাই ছিলেন। সেখানে তাঁদের সঙ্গে পা মিলিয়েছিলেন মমতা ব্যানার্জি। সেই বিষয়টিকে অশ্লীলভাবে বলেছেন গিরিরাজ সিং। একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরণের মন্তব্য করা উচিত নয় একজন ক্যাবিনেট মন্ত্রীর।" তিনি বলেন, "স্পিকার ভেবেছিলেন, গিরিরাজ এই মন্তব্য সভায় বলেছেন। ফলে, তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন।" অবশ্য স্পিকারকে সুদীপ জানিয়েছেন, সভার বাইরে এই মন্তব্য করেছেন গিরিরাজ এবং পরে অস্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য অস্বীকার করেছেন।
সুদীপ ব্যানার্জি বলেন, "মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বৈঠক সম্পর্কে আমার সঙ্গে গিরিরাজের এত কথা হল এবং পরে তিনি অস্বীকার করলেন। তিনি আমায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দিয়েছেন। আমার বক্তব্য, এতে আপত্তির কী আছে যে অস্বীকার করতে হল? আমি নিশ্চিত কলকাতা থেকে দিল্লি বিজেপির দপ্তরে বার্তা পাঠানো হয়েছে। সেই কারণেই মন্তব্য প্রত্যাহার করেছেন গিরিরাজ সিং।" গিরিরাজ সিং প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার করেছেন। সুদীপ ব্যানার্জি আবারও মনে করিয়ে দেন, "নিজের আসন থেকে উঠে এসে আমার পাশে বসেন এবং একবার নয়, দুবার এই প্রস্তাব দেন।" মহুয়া মৈত্র প্রসঙ্গে সুদীপ বলেন, "প্রথম দিন সভার কার্যবিবরণী তালিকায় ৫ নম্বরে মহুয়া ইস্যু ছিল। আজ যখন স্পিকারকে বিষয়টি জানাই, তখনই আমায় বলা হল যে, শুক্রবার রিপোর্ট এবং তার সঙ্গে প্রস্তাবনা আনা হবে। আমি বলেছি যে, মহুয়া মৈত্রকে বলতে দিতে হবে এবং গোটা বিষয়টি আলোচনার জন্য সময় দিতে হবে। কারণ, ইন্ডিয়া জোটের সব দলই মহুয়া ইস্যুতে বক্তব্য রাখতে চায়।"তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি।
নানান খবর

নানান খবর

কখন কাজল, কখনও বা সুইটি! ১২ রাজ্যে নাম বদলে বিয়ের নামে ঠগবাজি, পুলিশের জালে 'ডাকু দুলহান'

বিমানে চেপে চেন্নাই থেকে কলম্বোয় পহেলগাঁওয়ের জঙ্গিরা? শ্রীলঙ্কার বিমানবন্দরে চলল তল্লাশি

ফিরল বুরারি কাণ্ডের স্মৃতি! গণ আত্মহত্যা মুম্বইয়ে, ঘর থেকে উদ্ধার মা ও তিন সন্তানের নিথর দেহ

ভয়ঙ্কর প্রতিশোধ! বিয়ে ভেস্তে দিতে প্রকাশ্যে তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারল প্রাক্তন প্রেমিক

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা! বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী?

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা