আজকাল ওয়েবডেস্ক: সাইবার ক্রিমিনালেরা সবসময় সুযোগ খুঁজতে থাকেন কীভাবে টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চুরি করা যায়। সেটা হতে পারে ইউপিআই অ্যাকাউন্ট স্ক্যাম করে। কিংবা কোনওভাবে অর্থ তছরূপ করে। বেশিরভাগক্ষেত্রে এই স্ক্যামাররা টাকা পাঠান বিভিন্ন ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে। তাঁদের কাছে বার্তা পৌঁছয় প্রথমেই পিন চেক করে ব্যালেন্স দেখার জন্য। তাঁদের অ্যাকাউন্ট থেকে আদৌ কোনও টাকা তোলা হয়েছে কিনা। এটি হচ্ছে দেশের সর্বত্র।
তামিলনাড়ু পুলিশ ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে অপরিচিত লোকেদের থেকে টাকা নেওয়ার বিষয়ে এক বিশেষ নির্দেশিকা জারি করেছে। তারা জানিয়েছেন, ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চাইলে দুটো পথ রয়েছে। প্রথমত, যখন টাকা ঢুকবে তখন খেয়াল রাখতে হবে। এবং অপেক্ষা করতে হবে ১৫ থেকে ৩০ মিনিটের জন্য। এরপরও যদি টাকা ঠিকমতো না ঢোকে তাহলে কিংবা পিনের তথ্য যদি ভুল দেওয়া হয় সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহককে। অনেকসময় গ্রাহক নিজেই ভুল পিন দিয়ে ফেলেন হতে পারে সেটা ইচ্ছাকৃতভাবে। সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে গ্রাহককেই।
