আজকাল ওয়েবডেস্ক: সুরাটে অনুষ্ঠিত ২০তম জাতীয় তাইকোন্ডো প্রতিযোগিতায় জোড়া সোনা জিতলেন শিলিগুড়ির শ্রেয়া বসাক। ৫৫ কেজি বিভাগে প্যাটার্ন ও স্প্যারিং বিভাগে দু'টি সোনার পদক জিতেছেন শ্রেয়া। এই অনন্য নজিরের সঙ্গেই আরও এক সাফল্য ধরা দিয়েছে শ্রেয়ার ঝুলিতে। তাইকোন্ডো প্রতিযোগিতায় জুনিয়রস্তরে এবারই প্রথম আম্পায়ারিংও করেছেন শিলিগুড়ির এই সোনার মেয়ে।
স্কুল থেকেই তাইকোন্ডোতে মনোনিবেশ করেছিলেন শ্রেয়া। অসাধারণ প্রতিভা, সাহস এবং দীর্ঘদিনের কঠিন পরিশ্রম তাঁর ঝুলিতে এনে দিয়েছে সোনার পদক। সোনা জয় যেন অভ্যাসে পরিণত করেছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির বিসিএ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী শ্রেয়া বসাক।
২০১৬ সালে থেকেই জাতীয় স্তরের তাইকোন্ডো প্রতিযোগী শ্রেয়া। জিতেছেন একাধিক সোনার পদক। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আন্তর্জাতিকস্তরের তাইকোন্ডো প্রতিযোগিতার সোনার পদক-ও। ২০২৩ সালে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে দু'বার সোনা জিতেছেন। তাঁর এই সাফল্যে খুশি কোচ বিপ্লব লস্কর ও ববিতা দাস। উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও।
সোনার মেয়ে শ্রেয়া সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁকে খেলাধুলায় নিরন্তর উৎসাহ দিয়ে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শ্রেয়ার খেলার সরঞ্জাম ও পোশাক স্পনসর টেকনো ইন্ডিয়া গ্রুপ। নিজের ইউনিভার্সিটি ও টেকনো ইন্ডিয়া গ্রুপকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলার এই সোনার মেয়ে।
