আজকাল ওয়েবডেস্ক: একদিকে আজ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেড্ডি। অন্যদিকে তিন রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও। তার মাঝেই আজ, বৃহস্পতিবার বৈঠকে বসেছেন মোদি এবং দলের সকল সাংসদ। তিন রাজ্যে জয়ের পরের বৈঠকে ধুমধাম করে স্বাগত জানানো হয় নরেন্দ্র মোদিকে। সংসদ ভবন কমপ্লেক্সে বালাযোগী অডিটোরিয়ামে শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রম শুরুর আগেই বৈঠকটি হয়। আগামী ৫ বছর ওই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে থাকবেন এবং রাজ্য চালাবে কোন মন্ত্রিসভা তা বাছাই করাই এখন দলের অন্যতম কাজ। তবে তিন রাজ্যে দলের এই জয়ের কৃতিত্ব তিনি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। মোদির সাফ বার্তা, দলীয় একতার কারণেই জয় এসেছে ব্যাপক হারে। এভাবেই একসঙ্গে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
