আজকাল ওয়েবডেস্ক: বিরল কালো চিতাবাঘের দেখা মিলল ওড়িশার নয়াগড় জেলার জঙ্গলে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। দেখা গিয়েছে শাসব মুখে নিয়ে কালো চিতাটি জঙ্গলে ঘুরচে। চিতার সন্ধান মেলায় অত্যন্ত উচ্ছ্বসিত বন দপ্তর। খুশি বন্যপ্রাণী প্রেমীরাও। 

কালো চিতাবাঘটির ছবি সমাজমাধ্যমে দিয়ে প্রধান মুখ্য বনপাল প্রেম কুমার ঝা (বন্যপ্রাণ) এক্স হ্য়ান্ডেলারে পোস্টে লিখেছেন, "মধ্য ওড়িশায় শাবক সহ একটি বিরল মেলানিস্টিক চিতাবাঘ দেখা গিয়েছে, যা এই অঞ্চলের অবিশ্বাস্য জীববৈচিত্র্যকে প্রতিফলিত করে। এই বিরল কালো চিতাগুলি বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক। সমৃদ্ধ বন্যপ্রাণী ঐতিহ্য নিশ্চিত করে কালো চিতার অবস্থান। বর্তামানে সেটির গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছে।"  

 

?ref_src=twsrc%5Etfw">January 3, 2025

অল ওড়িশা লেপার্ড এস্টিমেশন ২০২৪-এর তথ্য বলছে, রাজ্যের তিনটি জঙ্গলে এই ধরনের চিতাবাঘ রয়েছে।

ওড়িশার সুন্দরগড় জেলার হেমগিরি অরণ্যে ২০১৮ সালে প্রথম ট্র্যাপ ক্যামেরায় কালো চিতাবাঘের ছবি ধরা পড়েছিল। কালো চিতাবাঘগুলির সুরক্ষায় ও তাদের জন্য পরিবেশকে বাঁচিয়ে রাখতে কয়েকটি পদক্ষেপ করা হয়েছে।