আজকাল ওয়েবডেস্ক: মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত তামিলনাড়ু। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৫০ হাজার বাসিন্দাকে সরানো হয়েছে অন্যত্র। লক্ষাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য নিজেদের বাড়ি ছেড়ে ত্রাণ শিবির, হোটেলে আশ্রয় নিয়েছেন। তামিলনাড়ুর সরকার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাত্তুর সমস্ত স্কুলে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে তামিলনাড়ুর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন রাজনাথ সিং। তিনি নিজেই তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সেকথা। তাঁর পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সঙ্গে থাকবেন সে রাজ্যের অর্থমন্ত্রী থাঙ্গাম থেন্নারাসু এবং মুখ্য সচিব শিবদাস মীনা। যদিও স্থানীয় সূত্রের খবর, এখনও নিচু জায়গাগুলি জলে আবদ্ধ থাকলেও গত ২৪ ঘণ্টায় বেশ কিছু জায়গায় পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত এলাকার মানুষজন উদ্ধার এবং তাঁদের সাহায্যার্থে অন্তত ৪০০টি বোট কাজ করছে। ভারতীয় বিমান বাহিনী তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী সরবরাহ করছে।