আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সংস্কৃতিতে অতিথি দেবোভবঃ-র রীতি পালন করা হয়। অর্থাৎ বাড়িতে আগত অতিথিকে দেবতা মনে করা হয়। তাই অতিথি আপ্যায়নে এদেশের মানুষেরা ত্রুটি রাখেন না। সাধ্যের মতো আয়োজনের চেষ্টা করেন সকলে। তবে আর যা কিছুই দেওয়া হোক না কেন, তামিলদের মধ্যে প্রথমেই অতিথিকে জল দেওয়ার রীতি রয়েছে। এমনকি জল দেওয়ার পরই শুরু হয় বাক্যালাপ। কিন্তু কেন এই নিয়ম মানা হয় জানেন? 

আসলে এদেশে প্রতিটি রীতির পিছনেই রয়েছে কারণ। যেমন কথিত রয়েছে, জল মন পরিবর্তন করতে পারে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। জল কারওর মনে বিরক্তি বা রাগ বদলে দিতে পারে। আর সেই কারণেই কোনও বিবাদ হলে বলা হয়, “প্রথমেই জল খেয়ে নিন, তারপর কথা হবে।”

কেউ রেগে গেলে যদি জল খান তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়। সেই ব্যক্তির কথায় ফুটে ওঠে ধৈর্য, সংযম। আর সেই কারণেই আমাদের পূর্বপুরুষেরা অতিথিদের জল দেওয়ার রীতি চালু করেন। সেক্ষেত্রে অতিথিদের মনের অবস্থা যাই থাকুক না কেন, জল খেতে তা আর গৃহস্থের উপর নেতিবাচক প্রভাব ফেলেনা।

এছাড়াও কথিত আছে, অতিথিকে প্রথম জল দিলে বাড়িতে সুখের পরিবেশ বিরাজ করে। খুশি হন দেবতারাও। আর উল্টোদিকে অতিথিকে জল খেতে না দিলে পরিবারে অশান্তি লেগেই থাকে। কোনও কাজেই সফলতা পাওয়া যায় না।