আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির চতুর্থ টেস্টে অপ্রত্যাশিত হারের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। তার সঙ্গে কমে গিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা। টেস্টের শেষ দিনে ১০ উইকেট ধরে রাখতে না পারায় কাঠগড়ায় তোলা হয়েছে অধিনায়ক রোহিত শর্মাকেও। অধিনায়কত্ব তো বটেই, প্রশ্ন উঠেছে তাঁর ব্যাটিং নিয়েও। দ্বিতীয় টেস্টে যোগ দেওয়ার পর থেকে এক ম্যাচেও রান পাননি তিনি। এরপরেই বেড়েছে রোহিতের অবসরের জল্পনাও। সূত্রের খবর, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন রোহিত।

 

জানা যাচ্ছে, রোহিত শর্মা ইতিমধ্যেই বিসিসিআই এবং নির্বাচকদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচের পরই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। রোহিত এই সিরিজে এখনও পর্যন্ত পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেছেন। যা কিনা তাঁর কেরিয়ারের সবথেকে খারাপ ব্যাটিং পরিসংখ্যান। ব্যাটিংয়ে অফ ফর্মের পাশাপাশি কিছু বিতর্কিত সিদ্ধান্তেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ২০২৪ সালে তাঁর টেস্ট গড় কুড়ির আশেপাশে ঘোরাফেরা করেছে।

 

১৪টি টেস্ট ম্যাচে তিনি মাত্র দুটি শতরান এবং দুটি অর্ধশতরান করেছেন। জানা যাচ্ছিল, আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে অবসর নিতে পারেন রোহিত। কিন্তু বর্তমানে যা অবস্থা ভারত আদৌ লর্ডসে খেলতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট রয়েছে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। টেস্ট থেকে অবসর নিয়ে একদিনের ক্রিকেটে মনোযোগ দিতে চান রোহিত এমনটাই খবর সূত্রে। শুক্রবার থেকে শুরু হচ্ছে সিডনি টেস্ট। ফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে ভারতকে।