রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | লুকোচুরির পালা শেষ, অবশেষে বাঁকুড়ার জঙ্গলে খাঁচাবন্দি বাঘিনী জিনাত

RD | ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: শেষপর্যন্ত সেই ঘুমপাড়ানি গুলিতেই কাবু হল জিনাত। বাঁকুড়ার জঙ্গল থেকে বনকর্মীরা খাঁচাবন্দি করলেন ওই বাঘিনীকে। জিনাত সুস্থ রয়েছে বলেই জানানো হয়েছে বনদপ্তরের তরফে। তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। 

জিনাত ধরা পড়ায় বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "বাঘিনী জিনাতকে জঙ্গল থেকে নিরাপদে উদ্ধার করার জন্য বন আধিকারিকদের অভিনন্দন জানাই। এই কাজে সহায়তার জন্য আমার কুর্নিশ জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত কর্মী ও স্থানীয়দের।"

 

দিন আষ্টেক আগে ওডিশার সিমলিপালের জঙ্গল থেকে বাংলায় ঢুকে পড়েছিল এই বাঘিনী। শুরুতে ঝাড়গ্রাম, পরে পুরুলিয়ায় বাঘিনী জিনাতের অবস্থানের সন্ধান মিলেছিল। শেষে বাঁকুড়ায় ঢুকে পড়ে বাঘিনীটি। অবশেষে রবিবার দুপুরে বাঁকুড়ার গোঁসাইডিহিতে জিনাতকে দেখেই ঘুমপাড়ানি গুলি মারেন বনকর্মীরা। আগে বেশ কয়েকবার ঘুমপাড়ানি গুলিতে কাজ না হলেও অবশ্য এবার হয়েছে। ধরা পড়ল ওডিশার বাঘিনি জিনাত। 

বার বার অবস্থান বদলানোয় রীতিমতো ল্যাজেগোবরে হচ্ছিলেন বনকর্মীরা। তবে হাল ছাড়েনি বনদপ্তর। উল্টে বাড়তি উদ্যমে বাঘিনি জিনাতকে ধরতে ঝাঁপিয়েছিলেন বনকর্মীরা।

মহারাষ্ট্রের ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনতকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল। কয়েক দিন ঘেরা জায়গায় রেখে জিনাতকে রেডিয়ো কলার পরিয়ে গত ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরেই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনাত। কয়েক দিন ঝাড়খণ্ডে ঘুরে চাকুলিয়া রেঞ্জের রাজাবাসার জঙ্গল পেরিয়ে ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাটুচুয়া জঙ্গলে ঢুকে পড়ে সে। বাঘিনীর অবস্থান জানার পর ভয়ে কাঁটা হয়েছিল ঝাড়গ্রামবাসী। এর কয়েকদিনের মধ্যেই অবশ্য ঝাড়গ্রাম থেকে বাঘিনীটি পৌঁছোয় পুরুলিয়ায়। সেখানে রাইকা পাহাড়ে বেশ কয়েকটা দিন কাটিয়ে জিনাত বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে চলে যায়। এর মাঝে বেশ কয়েকবার জিনাতকে ধরতে খাঁচাপাতা হয়েছিল। দেওয়া হয় মুরগি, ছাগলের, টোপও। জিনাত সেসব এড়িয়ে চলে যায়। খেয়েছিল গৃহস্থের গবাদি পশু।

শেষ মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের কাছে গোঁসাইডিহির জঙ্গেলে জিনাতের অবস্থায় দেখে দ্রুত গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। শনিবার বাঘিনী ক্যামেরাবন্দি হতেই তাকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। তবে সে সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। রাতে আরও দু'বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। সেগুলোও কাজে লাগেনি। শেষে রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তাতেই কাজ হয়েছে।


tigresszeenattigresszeenatfinallycagedtigresszeenatfinallycagedfrombankura

নানান খবর

নানান খবর

সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক

মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার 

দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া