আজকাল ওয়েবডেস্ক:কলেজে অধ্যাপনার স্বপ্ন দেখছেন? এবার সেই স্বপ্নপূরণের দিশা খুলে গেল! পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন (WBCSC) ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (WB SET 2025)-এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর, রবিবার, রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা।
আজ, ১ অগাস্ট ২০২৫ থেকে WB SET-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রার্থীরা আগামী ৩১ অগাস্ট রাত ১২টার মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু কোনও ভুল হয়ে গিয়েছে, তাঁদের জন্য সংশোধনের সুযোগ থাকবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
পরীক্ষা হবে দুটি ভাগে—সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম পেপার (General Paper), এবং দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত দ্বিতীয় পেপার (Subject Paper)। প্রথম পেপারে থাকবে ৫০টি প্রশ্ন, মোট নম্বর ১০০। দ্বিতীয় পেপারে থাকবে ১০০টি প্রশ্ন, যার পূর্ণমান ২০০। অর্থাৎ, পরীক্ষার মোট নম্বর ৩০০।
এই পরীক্ষা হবে অফলাইন মোডে, অর্থাৎ ওএমআর শিটে। পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে (SC/ST/OBC/Transgender/PH প্রার্থীদের ক্ষেত্রে সংরক্ষিত ছাড় প্রযোজ্য)।
আবেদনকারীদের কোনও বয়সসীমা নেই, অর্থাৎ যেকোনও বয়সেই এই পরীক্ষায় বসা সম্ভব। আবেদন ফি ধার্য হয়েছে ১৪০০ টাকা (জনগোষ্ঠী ও আর্থিক বিভাগ অনুযায়ী ফি রেয়াত থাকবে)।
প্রসঙ্গত, রাজ্য সেটে উত্তীর্ণ প্রার্থীরাই পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি-সহায়তা প্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সহকারী অধ্যাপক পদে আবেদন করতে পারবেন। তাই এবার সময় প্রস্তুতির।
বিস্তারিত তথ্য ও আবেদন করতে ভিজিট করুন পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট: www.wbcsc.org.in
রাজ্য সেট (WB SET) পরীক্ষার প্রথম পেপারটি প্রতিটি বিষয়ের পরীক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। এটি মূলত একটি সাধারণ পেপার, যার মাধ্যমে প্রার্থীর শিক্ষাদান ও গবেষণা সম্পর্কিত দক্ষতা যাচাই করা হয়। এই পেপারে মোট ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে। মোট নম্বর ১০০। পরীক্ষার জন্য বরাদ্দ সময় এক ঘণ্টা।
এই পেপারের প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হয়, যাতে একজন ভবিষ্যতের অধ্যাপক হিসেবে প্রার্থীর চিন্তাশক্তি, যুক্তিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং যোগাযোগ দক্ষতা যাচাই করা যায়। শিক্ষাদানের বিভিন্ন দিক, গবেষণার ধরণ ও প্রক্রিয়া, সাধারণ গণিত ও যুক্তি, পরিবেশ সচেতনতা, উচ্চশিক্ষার নীতি ও কাঠামো, তথ্য প্রযুক্তির ব্যবহার, এমনকি একটি ছোট পাঠ্যাংশ পড়ে তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতাও এই পেপারের মাধ্যমে পরীক্ষা করা হয়।
প্রথম পেপারটি কম নম্বরের হলেও, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে নেওয়া হলেও, চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় পেপারের মোট নম্বর একত্রে গণনা করা হয়। তাই অনেক সময় দেখা যায়, বিষয়ভিত্তিক পেপারে ভালো করেও শুধুমাত্র প্রথম পেপারে দুর্বলতার কারণে অনেকে পিছিয়ে পড়েন।
পরীক্ষাটি হয় অফলাইনে, অর্থাৎ ওএমআর শিটে উত্তর দিতে হয়। যেহেতু প্রতি প্রশ্নের জন্য সময় খুব কম (প্রায় এক মিনিটের কম), তাই পরীক্ষার আগে নিয়মিত চর্চা ও মক টেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো সিলেবাস শেষ করে, প্রতিটি বিভাগের উপর পরিষ্কার ধারণা রেখে এই পেপারে ভালো ফল করা সম্ভব।
রাজ্য সেটের প্রথম পেপার ভবিষ্যতের শিক্ষকদের মান যাচাইয়ের প্রথম ধাপ, তাই প্রস্তুতি নিতে হবে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিষ্ঠা নিয়ে।
