দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল দর্শকের মধ্যে। আজকের যুগে কনটেন্ট ভোগ করার পদ্ধতি যতই বদলাক, জি বাংলা মনে করিয়ে দিয়েছে যে টেলিভিশন এখনও দেশের সবচেয়ে শক্তিশালী গল্পকার, প্রতিদিন কোটি কোটি মানুষের কাছে তা পৌঁছয়। একগুচ্ছ নতুন ধারাবাহিক থেকে রিয়্যালিটি শো নিয়ে আসছে এই চ্যানেলটি।
দর্শক এখন প্ল্যাটফর্ম-ফ্লুইড হলেও, জি প্রতিটি পরিবর্তনে দ্রুত সাড়া দিয়ে যাচ্ছে। টিভি, ওটিটি এবং সোশ্যাল মিডিয়া-সব ক্ষেত্রেই এই চ্যানেলের কনটেন্ট, চরিত্র, ফরম্যাট ও গল্প সহজেই প্রবাহিত হচ্ছে। এই ধারার সঙ্গে সামঞ্জস্য রেখেই জি তার নতুন দুটি হাইব্রিড চ্যানেল জি বাংলা সোনার এবং জি পাওয়ার-এর আনুষ্ঠানিক ঘোষণা করল। জি বাংলাসোনার চ্যানেলটি আসার খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন। এবার তার আনুষ্ঠানিক ঘোষণা হল।
প্রসঙ্গত, জি বাংলাসোনার-এর প্রোগ্রামিং লাইনআপে থাকছে তিনটি ফিকশন শো-'বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম', 'শ্রীমান ভগবান দাস' এবং 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'। পাশাপাশি থাকছে চারটি নন-ফিকশন শো '১০ দিনে ১০ লাখ' ছাড়াও থাকছে 'সোনার জলসাঘর', 'আক্কেল গুডুম' এবং একটি সঙ্গীতভিত্তিক ভোরের শো 'সোনার সকাল'। জি বাংলা সোনার-এর রয়েছে দুর্দান্ত সিনেমার সংগ্রহশালা, যেখানে প্রতিদিন সম্প্রচারিত হবে বাংলা চলচ্চিত্র। এছাড়াও, এই চ্যানেল বাংলা ব্লকবাস্টার সিনেমার ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে দর্শককে।
'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (SIT) - বেঙ্গল'-এ মুখ্যচরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিজ বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও।
