সংবাদসংস্থা মুম্বই: 

'বেবি জন'কে ধাক্কা 'মার্কো'র

হইচই করে বড়দিনে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ানের 'বেবি জন'। বরুণ ছাড়াও এ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল কীর্থি সুরেশ এবং ওয়ামিকা গাব্বিকে। তবে তিনদিন যেতে না যেতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। অন্যদিকে চলতি মাসের ২০ তারিখে মুক্তি পেয়েছে মালয়ালম ছবি 'মার্কো'। সে ছবির হিন্দি ভার্সন ভাল ব্যবসা করছে। এতটাই যে প্রেক্ষাগৃহের মালিকেরা 'বেবি জন'-এর শো সরিয়ে তা দিয়ে দিচ্ছে 'মার্কো'কে। তাও আবার উত্তর ভারতের মতো অঞ্চলে! 

 

আলিয়াকে নিয়ে 'জিগরা' মন্তব্য

আলিয়া ভাটের সঙ্গে কাজ করা আদৌ কি সুখকর অভিজ্ঞতা ছিল 'জিগরা' পরিচালকের পক্ষে? মুখ খুললেন ভাসন বালা। অভিনেত্রীর কাজের জমিয়ে সুখ্যাতি শোনা গেল তাঁর মুখে। ভাসন জানান, আলিয়া এতটাই দক্ষ অভিনেত্রী যে ওঁর সঙ্গে কাজ করার পর যে কোনও পরিচালক তাঁর আগামী ছবিতে আলিয়া ছাড়া অন্য কারওর কথা ভাবতেই পারবেন না। এতটাই পরিচালকদের 'অভ্যাস' খারাপ করে দেয় আলিয়া।

 

রবি কিষেণের দুধ-স্নান

'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ এসেছিল রবি কিষেণের কাছে। কিন্তু শেষমুহূর্তে তাঁকে বাদ দিয়ে দেন অনুরাগ কাশ্যপ! কেন? জবাব জানিয়েছেন খোদ রবি-ই। অভিনেতা-সাংসদের কথায়, "সেই সময় আমার দুধ দিয়ে স্নান করার অভ্যেস ছিল। অনুরাগকে সেটা বলেছিলাম। আর এই ছবির বাজেট নিয়ে এমনিতেই চাপে ছিলেন অনুরাগ। আমার খরচ শুনে বাদ দিয়ে দিলেন আমাকে ছবি থেকেই।" এছাড়াও তাঁর স্বভাব নিয়ে নানা গুজবও সেই সময়ে চালু ছিল বাজারে, যা হয়ত কানে গিয়েছিল পরিচালকের। ফলে ত্বরান্বিত হয়েছিল সেই সিদ্ধান্ত।