আজকাল ওয়েবডেস্ক:‌ ওজন ছিল মাত্র ছয়টি পাথরের সমান। দুই সন্তানের মা লরা হিগিনসন ২০১৭ সালের ৫ এপ্রিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন । উইডনেস, চেশায়ারের বাসিন্দা ছিলেন তিনি। কিন্তু হাসপাতালের গাফিলতিতে ওই মহিলা মারা যান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৩০ বছরের মহিলাকে অতিরিক্ত প্যারাসিটামল দেওয়ায় তিনি সেপসিসে আক্রান্ত হয়ে পড়েন। এরপর মাল্টি অর্গান ফেলিওর ও মৃত্যু। ওই মহিলা হিউস্টন হাসপাতালে ভর্তি হন বলে জানা গেছে। 


জানা যায়, ৫ ফুট ১ ইঞ্চির ওই মহিলার শরীরের ওজন ছিল মাত্র ৬ কেজি। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ওই মহিলার উচ্চতা ও শরীরের ওজনের কথা ভেবেই হাসপাতাল কর্মীরা অতিরিক্ত প্যারাসিটামলের ডোজ দিয়েছিলেন। জানা যায়, ওই মহিলার এটি জিনগত সমস্যা ছিল। তার ফলেই ওজন কমতে কমতে একসময় গিয়ে দাঁড়ায় ৬ কেজিতে। তার উপর নিউমোনিয়া। ওই মহিলা মারা যান। পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছিল। এত দিন পর শুনানি শেষে আদালত জানিয়েছে, ৫ থেকে ৭ এপ্রিল অবধি লরাকে হিগিনসন হাসপাতাল কর্তৃপক্ষ ক্রমাগত প্যারাসিটামল দিয়ে গিয়েছিল। ওই মহিলাকে ওষুধের ওভারডোজ দেওয়া হয়েছিল। তবে শরীরের ভারসাম্য ঠিক রাখতে এই কাজ করা হয়েছিল বলে হাসপাতালের যে দাবি তা প্রমাণিত হয়নি। আদালত আরও জানিয়েছে, ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই মহিলার শিরায় প্যারাসিটামলের তিনটি এক গ্রামের ডোজ দেওয়া হয়। পরের দিনও তাই। আর ৭ এপ্রিল ৫০০ গ্রামের ডোজ দেওয়া হয়েছিল। এটিই ছিল সবচেয়ে বড় ভুল। যা আদালতের পর্যবেক্ষণ। কারণ এরপরই ওই মহিলা কোমায় চলে যান। আর মারা যান ১৯ এপ্রিল। 


যদিও এই মামলার চূড়ান্ত রায়ে হাসপাতালকে দায়ী করেনি আদালত। জানিয়েছে, ওই মহিলার এত অল্প ওজনই তাঁর অকালে মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল।