নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দা থেকে পথ চলা শুরু হয়েছিল তাঁর। বড়পর্দায় শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে বর্তমানে দেবের 'কিশোরী' জনপ্রিয় এই নায়িকা। তিনি, ইধিকা পাল। 'খাদান’ ছবিতে দেবের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। বুধবার ২৫ ডিসেম্বর দেবের ৪২ তম জন্মদিনে আজকাল ডট ইন-এর মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানালেন ইধিকা।
"প্রথমেই দেবদাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। চাইব, খুব ভাল থাকুক। সুস্থ থাকুক, দারুণ আনন্দে থাকুক।প্রার্থনা করি, মানুষ হিসাবে ও যেমন আছে তেমনই যেন থাকে ভবিষ্যতে। মানুষকে ও যেভাবে সম্মান দেয়, সুযোগ দেয়, ভবিষ্যতেও যেন সেকাজ থেকে বিরত না হয়।" 'খাদান'-এ দেবের সঙ্গে কাজ করার সুবাদে তাঁর থেকে কী শিখলেন? ইধিকার ঝটপট জবাব, " এত বড় তারকা হওয়ার পরেও কীভাবে নিজের কাজের প্রতি একাগ্রতা বজায় রাখতে হয়, দেবদার থেকে সেটা শিক্ষণীয়।" আর শুটিং ফ্লোরের বাইরে কতটা চিনলেন দেবকে? সামান্য হেসে 'খাদান' নায়িকার জবাব, " শুটিং চলাকালীন খুব বেশি মেলামেশার সুযোগ পাইনি দেবদার সঙ্গে। পরেও যে পেয়েছি, এমনটা নয়। তবে হ্যাঁ ,'খাদান'-এর প্রচারের সময়ে দেবদার সঙ্গে শুটিং ছাড়া দেখা-কথা হয়েছে। সেই সুবাদে বলব, মজার মানুষ। রসবোধ দারুণ, বিন্দুমাত্র নাক উঁচু ব্যাপার নেই ওঁর মানসিকতায়। এককথায়, মাটির মানুষ।"
আর দেবের বিখ্যাত 'লেগপুলিং'-এর শিকার কি হয়েছে তাঁর 'খাদান'-এর নায়িকা? হাসতে হাসতে ইধিকার জবাব, "একটু আধটু আমার পিছনেও লেগেছে। তবে সেটা ভয়ঙ্কর বা বিরাট কিছু নয়। ওটুকু তো সহকর্মীদের মধ্যে হয়ই।" আর দেবের সঙ্গে তাঁকে নিয়ে যে ফিসফাস শুরু হয়েছে, সেই বিষয়ে জানতে চাওয়া হলে রাখঢাক না রেখেই ইধিকার জবাব, " 'খাদান'-এর শুটিং চলাকালীন সমাজমাধ্যমে এই বিষয়টা চোখে পড়েছিল। অবাক হলেও সামান্য অস্বস্তি হয়েছিল। তবে সেটে গিয়ে দেখলাম দেবদা এসব নিয়ে টুঁ শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না। বরং আগের মতোই কাজ হচ্ছে, কথা হচ্ছে। সব স্বাভাবিক। ব্যস! "
উল্লেখ্য, 'খাদান' মুক্তির আগে ইধিকা জানিয়েছিলেন, অভিনেতা দেব অথবা প্রযোজক দেব-কে নয়, বরং 'পরিচালক' দেবকেই এগিয়ে রাখবেন তিনি!
অভিনেত্রী বলেছিলেন, "পরিচালক দেব আমার কাছে সবথেকে এগিয়ে!" দেব আর পরিচালক? নিজের বক্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রীর যুক্তি ছিল, "এই ছবিতে রিনোদা পরিচালক হলেও দেবদা যেভাবে সবকিছু দেখেছেন, কোনও ভুল হলে যেভাবে ধরিয়ে দিতেন... শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে সবকিছু নজরে রাখতেন, সেটা মনে রাখার মত। তাই আমার মতে এই ছবির ক্ষেত্রে দেবদা প্রায় পরিচালকের মতই।"
উল্লেখ্য, 'খাদান' ছবিতে অভিনয় ও সহ-প্রযোজনার পাশাপাশি সৃজনশীল পরিচালকেরও দায়িত্ব সামলেছেন দেব।
