আজকাল ওয়েবডেস্ক: বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মুর্শিদাবাদের সাগরদিঘি থানার বালিয়া -কালীডাঙ্গায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে অপারেশন করিয়ে স্করপিও গাড়ি করে বালিয়ার রামনগরে নিজের বাড়িতে ফিরছিলেন জনৈক মদন দাস(৫৩)। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও দুই আত্মীয়।
স্থানীয়রা জানিয়েছেন, বর্ধমানের দিক থেকে বালিয়াগামী স্করপিও গাড়িটি আজ সকালে দ্রুতগতিতে এসে রাস্তার উপরে পুঁতে রাখা একটি অ্যাঙ্গেলে সজোরে ধাক্কা মেরে পাশের নয়নজুলিতে পড়ে যায়। তারপরই স্থানীয়রা গাড়ির ভিতরে থাকা যাত্রীদের ও ড্রাইভারকে উদ্ধার করে নিয়ে যায় সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় মদন দাসের। ওই গাড়ির চালক সহ মোট তিনজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।
ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা। তবে স্থানীয়দের দাবি- বালিয়া- কালীডাঙ্গায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটে। অবিলম্বে সেখানে একটি হাইমাস্ট লাইট বসালে এইরকম দুর্ঘটনা কিছুটা কমানো সম্ভব।