নিজস্ব সংবাদদাতা: এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এবার বড়দিনেই প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'র প্রি-টিজার। এবং তার ঝলক দেখেই মুগ্ধ নেটপাড়া।

 

মোট ৫৫ সেকেন্ডের এই প্রি-টিজার ভিডিও। আর তাতেই বাজিমাৎ। বড়দিনেই প্রকাশ্যে এল শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'র প্রি-টিজার। প্রি -টিজারের শুরুই ভবানী পাঠকের মাধ্যমে। কাঁধ ছাপিনো, অবিন্যস্ত চুলের সঙ্গে একমুখ কাঁচাপাকা দাড়িতে প্রসেনজিতের এই লুক এক মুহূর্তের জন্য মনে করাতে পারে তাঁর 'লালন ফকির' অবতারকে। কিন্তু কপালে বড় করে রক্তটীকা সঙ্গে চোখের মধ্যে শান্তভাবের সঙ্গে ধূর্ততার আভাস রয়েছে তাঁর, সেটাই 'মনের মানুষ'-এর থেকে এক নিমিষে আলাদা করে দেয় 'ভবানী পাঠক'কে। দেখা যায়, তাঁর নিপুণ অস্ত্রচালনায় রক্তাক্ত হয়ে ভূপতিত হচ্ছে একের পর এক শত্রুরা। আর এরপরেই ভিডিওতে নীচু তারে বেজে ওঠে খানিক বিষাদের সুর। কান্নাভেজা মুখে প্রফুল্লর রূপে হাজির হন শ্রাবন্তী। এই প্রফুল্লই ভবানী ঠাকুরের তালিমে, পরামর্শে চোখের জল মুছে হয়ে ওঠেন 'দেবী চৌধুরানী'। উল্লেখ্য, এই ছবির জন্য ঘোড়সওয়ারের তালিমও নিয়েছেন। পাশাপাশি শিখেছেন তলোয়ারবাজিও।

 

https://www.facebook.com/share/r/1F3q8yZjf6/?mibextid=oFDknk

এর আগে চলতি মাসেই মুক্তি পেয়েছিল ছবির একটি ঝাঁ চকচকে ছবির একটি ঝাঁ চকচকে নতুন পোস্টার। সেই পোস্টারে রণং দেহি মূর্তিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী।‌ পাশেই দেখা গিয়েছিল 'ভবানী পাঠক'কে। পোস্টারে আরও দেখা যাচ্ছে, পড়ন্ত বিকেলের আলোয় এক বিরাট জাহাজ ভাসছে উত্তাল সমুদ্রে। জাহাজ যে ব্রিটিশ সরকারের তা স্পষ্ট তার মাস্তুলে উড়তে থাকা ইউনিয়ন জ্যাক পতাকা থেকে। এছাড়াও দেখা মিলেছে 'দেবী চৌধুরাণীর দলের দস্যুদের। দঙ্গল বেঁধে ধুলো উড়িয়ে এগিয়ে আসছে তাঁরা। 

 

শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। আগামী বছর অর্থাৎ ২০২৫-এর ১মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।