আজকাল ওয়েবডেস্ক: মর্ডান ক্রিকেটে ফ্যাব ফোর বলা হয় জো রুট, বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনকে। তবে চারজনের মধ্যে বর্তমানে ফর্মের শিখরে রয়েছেন রুট। বাকি তিনজনের মধ্যে কোহলি এবং স্মিথ বিজিটিতে একটি করে শতরান করেছেন। কিন্তু অশ্বিনের অবসরের পর ক্রিকেটপ্রেমীদের অনেকেরই ধারণা, শীঘ্রই মর্ডান ক্রিকেটের এই কিংবদন্তিরাও অবসর নেবেন। এই জল্পনার মধ্যেই কোহলি, স্মিথের অবসর নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল। তাঁর মতে, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, জো রুট নিজেরাই ঠিক করতে পারবেন কখন তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে।
চ্যাপেলের মতে, এই তারকাদের অন্য কারোর উপদেশের প্রয়োজন নেই অবসর প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সম্প্রতি, কোহলি এবং স্মিথের টেস্ট ফর্মের কিছুটা অবনতি ঘটেছে। ঘরের মাঠে স্মিথকে স্ট্রাগল করতে দেখা গিয়েছে। তবে অস্ট্রেলিয়া ২০২৩ সালের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেখানে ভাল খেলেছিলেন স্মিথ। অন্যদিকে, ভারত দু’বারের ডব্লিউটিসি ফাইনাল হেরে গেছে। গ্রেগ চ্যাপেল এক অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে লিখেছেন, কোহলি, স্মিথ ও রুটের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে ফর্মের অবনতি ধাপে ধাপে হয়। হঠাৎ করে হয় না কখনও। তাদের উচিত সম্মানজনকভাবে বিদায় নেওয়া। এই ধরনের খেলোয়াড়দের যখন ফর্ম খারাপ যায় তখন তাঁদের খেলায় সামান্য সতর্কতা ধরা পড়ে।
কিন্তু যখন তাঁরা নিজেদের প্রাইমে থাকেন তখন পুরোপুরি অন্যরকম প্রভাব পড়ে। কোহলি, স্মিথ এবং রুট খেলা তখনই ছাড়বেন যখন তাঁরা নিজেরা বুঝবেন। অন্য কেউই কখনও তাদের বলে দিতে পারবে না। সময়ের বিরুদ্ধে যুদ্ধ জেতা নয়, বরং সম্মানের সঙ্গে অবসর নেওয়া উচিত। উল্লেখ্য, চলতি বিজিটিতে ভারত ও অস্ট্রেলিয়ার চার নম্বর ব্যাটাররা একটি করে সেঞ্চুরি করেছেন। কিন্তু নতুন বলের বিরুদ্ধে তাঁদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে। স্মিথ তিন টেস্ট ম্যাচে মোট ১২৪ রান করেছেন। যেখানে কোহলির রানসংখ্যা স্মিথের থেকে দুই বেশি। তবে জো রুট বর্তমানে সেরা ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সম্প্রতি তাঁর টেস্ট কেরিয়ারে ৩৬তম সেঞ্চুরি করেছেন।
