আজকাল ওয়েবডেস্ক: টাকা ফেরত চাওয়ায় কুপিয়ে খুন করা হল এক যুবককে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে দিল্লির নারেলা এলাকায়। নিহত যুবকের নাম হিমাংশু। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে একটি ফ্ল্যাটে বন্ধু সুমিত কৌশিকের সঙ্গে ভাগ করে থাকতেন হিমাংশু। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পুলিশকে ফোন করে হিমাংশুর খুনের ঘটনাটি জানায়। রবি, সাহিল এবং আশিস নামের তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রবি কিছুদিন আগেই সুমিতের থেকে ৪৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ফেরত না দেওয়ায় রবির সাফিয়াবাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে হুমকি দিয়ে এসেছিলেন হিমাংশু। রবি যদি টাকা ফেরত না দেন তা হলে 'দেখে নেওয়া'রও হুমকি দেন হিমাংশু। 

এর পরেই রাগে জ্বলে ওঠেন রবি। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ফ্ল্যাটে এসে চার জন মিলে কুপিয়ে খুন করেন হিমাংশুকে। এর পরেই তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ পরে তিন জনকে গ্রেপ্তার করে। অক্ষয় ছেত্রী নামে এক যুবক এখনও পলাতক। চার জনের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের করা হয়েছে। 

এই খুনের ঘটনায় কেন্দ্রকে আক্রমণ করেছেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ''আরও একটি মর্মান্তিক খুনের ঘটনা। দিল্লি রক্তাক্ত কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এখনও চুপ করে বসে রয়েছে। আর কত দিন দিল্লির মানুষকে এই নৈরাচার সহ্য করতে হবে।''

ডিসেম্বরের গোড়ায় বাথরুম ঠিক করে পরিষ্কার না করায় প্রতিবেশীর হাতে খুন হতে হয়েছিল ১৮ বছর বয়সী এক যুবককে। আক্রান্ত হতে হয়েছিল তাঁর দুই ভাইকেও।