আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট প্রতিটি ব্যাঙ্কে আলাদা হয়ে থাকে। কয়েকটি ব্যাঙ্ক সেখান থেকে বেশি সুদের হার দিলেও কয়েকটি ব্যাঙ্কে সুদের হার বেশ কম থাকে। তবে যদি প্রতিটি ব্যাঙ্কের সুদের হার জানা থাকে তাহলে সেখানে নিজের হিসাব অনুসারে আপনি বিনিয়োগ করতে পারবেন। সেখানে জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন। এই লেখা থেকে আপনারা বেশ কয়েকটি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার দেখে নিতে পারেন।
এসবিআই ৪৪৪ দিনের জন্য অমৃত বৃষ্টি স্কিম নিয়ে এসেছে। এখানে সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮০ শতাংশ সুদ ১ বছরের জন্য, ৬.৭৫ শতাংশ সুদের হার রয়েছে ৩ বছরের জন্য এবং ৬.৫০ শতাংশ সুদ রয়েছে ৫ বছরের জন্য।
পিএনবি ৪০০ দিনের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ করে। ৬.৮০ শতাংশ সুদ দেবে ১ বছরের জন্য, ৭ শতাংশ করে দেবে ৩ বছরের জন্য এবং ৬.৫০ শতাংশ হারে সুদ দেবে ৫ বছরের জন্য।
কানাড়া ব্যাঙ্ক ৪৪৪ দিনের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ করে। ৬.৮৫ শতাংশ করে সুদ দেবে ১ বছরের জন্য, ৬.৮০ শতাংশ হারে সুদ দেবে ৩ বছরের জন্য এবং ৬.৭০ শতাংশ করে সুদ দেবে ৫ বছরের জন্য।
ব্যাঙ্ক অফ বারোদা ৪০০ দিনের জন্য সুদের হার দেবে ৭.৩০ শতাংশ করে। ৬.৮৫ শতাংশ করে সুদ দেবে ১ বছরের জন্য, ৭.১৫ শতাংশ করে সুদ দেবে ৩ বছরের জন্য এবং ৬.৮০ শতাংশ করে সুদ দেবে ৫ বছরের জন্য।
এইচডিএফসি ব্যাঙ্ক ৫৫ মাসের জন্য সুদের হার দেবে ৭.৪০ শতাংশ করে। ৬.৬০ শতাংশ করে সুদ দেবে ১ বছরের জন্য, ৭ শতাংশ করে সুদ দেবে ৩ বছরের জন্য এবং ৭ শতাংশ করেই সুদ দেবে ৫ বছরের জন্য।
আইসিআইসিআই ব্যাঙ্ক ১৫ মাসের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ। ৬.৭০ শতাংশ করে সুদ দেবে ১ বছরের জন্য, ৭ শতাংশ করে সুদ দেবে ৩ বছরের জন্য এবং ৭ শতাংশই সুদ দেবে ৫ বছরের জন্য।
